www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 22, 2026 3:09 pm

এমনই ঘটে। কিভাবে একে ব্যাখ্যা করা যায়।

এমনই ঘটে। কিভাবে একে ব্যাখ্যা করা যায়। আদৌ কো এটা সম্ভব। তাও আবার ধরা পড়লো ৪৭ বছর বয়সে! বিজ্ঞানকে ভুল প্রমাণ করল মধ্যপ্রদেশের সাতনার একটি ডায়গনস্টিক সেন্টার! সেখানে সোনোগ্রাফি পরীক্ষার পর দেখা গেল, ৪৭ বছরের এক ব্যক্তির জরায়ু রয়েছে। ব্যপারটা আসলে কী? পুরুষের শরীরে আদৌ জরায়ু সম্ভব? কী বলছেন বিশেষজ্ঞরা?

ওই ব্যক্তির নাম নিরঞ্জন প্রজাপতি। তিনি উচেরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান। তলপেটে ব্যথার কারণে ১৩ জানুয়ারি সোনোগ্রাফি পরীক্ষা করান নিরঞ্জন। সেই রিপোর্ট সামনে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, ৪৭ বছর বয়সি ওই ব্যক্তির জরায়ু রয়েছে। এই ল্যাব রিপোর্ট মেডিক্যাল সায়েন্স অনুযায়ী কখনই সম্ভব নয়। এমনকী জরায়ুটিকে নাকি স্বাভাবিক ভাবে কাজ করছে। যদিও আদতে জরায়ু মেলেনি নিরঞ্জন প্রজাপতির শরীরে। তাহলে? নিরঞ্জন জানান, ওই রিপোর্টে আমার নাম থাকলেও আসলে কোনও মহিলার রিপোর্ট। যদিও প্রাথমিক ভাবে রিপোর্ট দেখে ঘাবড়ে গিয়েছিলেন তিনি। পরে জবলপুরে এক ডাক্তারকে রিপোর্ট দেখালে তিনি জানান, কিছু ভুলচুক হয়েছে। ডায়গনস্টিক সেন্টারের গাফিলতিতেই এই কাণ্ড ঘটে গিয়েছে। বিষয়টিকে একেবারেই ভালো ভাবে নিচ্ছেন না চিকিৎসক মহল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *