লাইভ করতে করতে বুম হাতেই ভেসে গেলেন সাংবাদিক! পাকিস্তানের রাওয়ালপিণ্ডির কাছে চাহান বাঁধের কাছে বন্যা পরিস্থিতির খবরের লাইভ করতে করতে জলের স্রোতে ভেসে যান এক সাংবাদিক। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সাংবাদিকের ভেসে যাওয়ার ভিডিও প্রকাশ পেতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপরই নেটনাগরিকদের দু’ধরণের মন্তব্য করতে দেখা গিয়েছে। কেউ কেউ সাংবাদিকের এমন সাহসী প্রতিবেদনের প্রশংসা যেমন করেছেন, তেমনই কেউ কেউ আবার জীবন বাজি রেখে এভাবে খবর করার পরিপন্থি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক সাংবাদিক লাইভ করছেন।
মূলত পাকিস্তানের বন্যা পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন তিনি। এমন সময়ই জল তাঁর গলা পর্যন্ত পৌঁছে যায়। ভিডিওর যতটুকু অংশ ভাইরাল হয়েছে তাতে ওই সাংবাদিকের গলা পর্যন্ত ডুবে থাকতে দেখা গিয়েছে। উল্লেখ্য, গত ২৬ জুন থেকে পাকিস্তানের বিভিন্ন অংশে একটানা বৃষ্টি হচ্ছে। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পড়শি দেশের একাধিক রাজ্যে। এদিকে এমন পরিস্থিতিতে ১১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫০ জন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে ৪৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এরপরেই খাইবার পাখতুনখাওয়াতে ৩৭ জের মৃত্যুর খবর মিলেছে।