মুখে পরিহাস করে বললেও তেমনই একটা ইঙ্গিত পাওয়া গেলো রবীন্দ্র জাদেজার মুখে। নিউজিল্যান্ড সিরিজের পরে কিছুটা হতাশ ভারতীয় টিম। অনেকটা হতাশ স্বয়ং জাদেজা।
একটা গোটা সিরিজ উইকেটশূন্য থাকলেন রবীন্দ্র জাদেজা। এই সিরিজের পর কিন্তু জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা উঠতে বাধ্য। পিছনে অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটার সুযোগের অপেক্ষা করছেন। একসময় রোহিত-কোহলিকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। অথচ রবীন্দ্র জাদেজা খেলছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দশা অব্যাহত জাদেজার। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। টেস্টে কার্যকরী হলেও ওয়ানডে ক্রিকেটে তাঁর ভূমিকা আতসকাঁচের তলায়। স্বাভাবিক কারণেই জাদেজা যে যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন তাতে সন্দেহ নেই।
এর মধ্যেই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জাদেজা ও ঋষভ পন্থ। সেখানে সঞ্চালিকা প্রশ্ন করেন, ভবিষ্যতে কি সিনেমায় নামার কথা ভাবছেন তাঁরা? তাতে পন্থ বলেন, “প্রথম কথা, আমি এখনও সেটা নিয়ে ভাবিনি। আপাতত মন দিয়ে ক্রিকেটটাই খেলতে চাই। তবে জাড্ডু ভাইয়ের কী পরিকল্পনা আছে, জানি না।” তা শুনে হেসে ফেলেন জাদেজা। সঙ্গে সঙ্গে বলে, “ও ঘুরিয়ে বলে দিচ্ছে আমার সময় শেষ হয়ে গিয়েছে।” এখন দেখার শেষ পর্যন্ত জাদেজা কোন সিদ্ধান্তে পৌঁছান!!!
