ভারত-পাক যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধের পরিনাম নিয়ে সারা দেশবাসী উদ্বিগ্ন। কিন্তু অনেক আগেই এই যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন স্বামী যোগেশ্বরানন্দ। স্বামী যোগেশ্বরানন্দ গিরি গত বছরের জুলাইতে জানিয়েছিলেন যে, ২০২৫ সালের ২৫ মে যুদ্ধ হবে। তিনি এও জানিয়েছেন যে, ৬টি গ্রহের অবস্থানের কারণে ভারতের সামনে ভালো সময়। আর পাকিস্তানের অবস্থা খারাপ হবে। গ্রহদের অবস্থানের যে বিষয়টা স্বামী যোগেশ্বরানন্দ গিরি জানিয়েছেন, সেই প্রসঙ্গে তিনি বলেছেন, এমনটা তা কারও মুখের কথায় নয়, অঙ্ক দ্বারাও প্রমাণিত। ফর্মুলাও রয়েছে, যে কেউ কষে বের করতে পারে।
স্বামী যোগেশ্বরানন্দ গিরির কথায়, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, আব্দুল কালাম যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, তাঁরাও এ কথা বলে গিয়েছিলেন যে, ভারতের স্বর্ণযুগ আসছে। এ বার কেউ যদি কিছু দেখতে না চান, চোখ বন্ধ করে রাখেন, তা হলে কিছু করার নেই। স্বামী যোগেশ্বরানন্দ গিরি জানিয়েছেন, সব কিছু পুনরুজ্জীবিত করার জন্য যুদ্ধের প্রয়োজন। যুদ্ধ মানেই যেন যজ্ঞ, আর যজ্ঞ মানে বলিদান। তাঁর মতে, ভারত শীঘ্রই আধিপত্য বিস্তার করবে। ইউনাইটেড নেশনে খুব শীঘ্রই ভারত ছাপ ফেলবে।