চাকরিজীবন থেকে বিদায় নয়, চাকরিস্থল থেকে বিদায়। এমন ঘটনার সাক্ষী থাকলো বিহারের একটা স্কুল। ঘটনাটি বিহারের একটি স্কুলের। একই সঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা ও সহশিক্ষকের বদলির নির্দেশিকা পাঠিয়েছে সরকার। তাঁদের বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠানে ঘরের মেয়েকে যেভাবে বিয়ের পর বিদায় করা হয় ঠিক সেইভাবেই সংবর্ধনার দেওয়া হল। শিক্ষিকা অমিতা কুমারীকে বিয়ের মতোই ওড়না পরিয়েছিলেন সহ শিক্ষক ও পড়ুয়ারা। মহিলা শিক্ষিকারা কোল ভরা উপহার দিয়েছেন। ঠিক যেমন বিদায়ের সময় বাড়ির বড়রা উপহার দেন।
অন্যদিকে শিক্ষক রাজহংস কুমার পাশে বসে ছিলেন, ঐতিহ্যবাহী বরের পোশাক পরে। গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণ দাস বলেন, “আজকের অনুষ্ঠানটি সত্যিই অসাধারণ ছিল। একজন শিক্ষককে এভাবেই বিদায় জানানো উচিত। ওরা পড়ুয়াদের জন্য যা করেছেন তা মুখে বলা সম্ভব নয়। আমি আশা করছি ওরা যেখানেই যান কেন শিক্ষার্থীদের জন্য আরও ভালো করবেন।”