একেই বলে ভাগ্য। দুবাইয়ের বাসিন্দা প্রবাসী ভারতীয় যুবক পেশায় প্রযুক্তিকর্মী। বছর তিরিশের সন্দীপ কুমার প্রসাদের কাঁধে পরিবারের দায়িত্ব তো আছেই, তাছাড়া অসুস্থ বাবার চিকিৎসার জন্য চাপে ছিলেন তিনি। এই অবস্থায় এল জীবন বদলে যাওয়া খুশির খবর। আবু ধাবি বিগ টিকিট সিরিজের ৩৫ কোটি টাকার লটারি জিতলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সন্দীপ কুমার প্রসাদ আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। গত তিন বছর হল কর্মসূত্রে আরব আমিরশাহীতে রয়েছেন তিনি।
পেশায় দুবাই ড্রাইরকসের প্রযুক্তিকর্মী। গত তিন মাস হল নিয়মিত আবু ধাবি বিগ টিকিট সিরিজের টিকিট কাটছিলেন তিনি। তাতেই সহায় হল ভাগ্য। গত ১৯ আগস্ট ২০০৬৬৯ জ্যাকপট টিকিটটি কাটেন তিনি। বলা বাহুল্য, প্রথম পুরস্কার পাওয়ার খবর মেলার পরে বাঁধ ভাঙা ঊচ্ছ্বাসে ফেটে পড়েন সন্দীপ। সাংবাদিকদের তিনি বলেন, পুরস্কারের টাকায় তিনি নিজের পরিবারকে ভালো রাখতে চান। চাকরি ছেড়ে নতুন ব্যবসা করবেন। অসুস্থ বাবার ভালো চিকিৎসা করবেন। সন্দীপ বলেন, “আমার জীবনে প্রথমবার এতখানি খুশির মুহূর্ত এসেছে।”