www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 1, 2025 7:19 pm

রথযাত্রা হয়ে গেছে। বহু মানুষ খুব ইচ্ছে থাকার পরেও সেই পরম পবিত্র রথের দড়ি স্পর্শ করতে পারেন নি।

রথযাত্রা হয়ে গেছে। বহু মানুষ খুব ইচ্ছে থাকার পরেও সেই পরম পবিত্র রথের দড়ি স্পর্শ করতে পারেন নি। তাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন জ্যোতিষীরা। চিন্তা নেই। রথযাত্রায় রথের রথে রশিতে টান না দিলেও উলটো রথ অবধি এই কাজ করে দেখুন। ফল হবে একই।

১) ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে পবিত্র পোশাক পরুন – সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরুন, কারণ এই রঙ বিষ্ণুর (জগন্নাথ) খুব প্রিয়। পূজাস্থান পরিষ্কার করে তাতে গঙ্গাজল ছিটিয়ে দিন।

২। পূজার স্থানে পাটায় একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান জগন্নাথ, তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রার মূর্তি বা ছবি স্থাপন করুন। যদি তিনজনের একসঙ্গে ছবি থাকে, সেটিই সর্বোত্তম।

৩। শাঁখ ও ঘণ্টা বাজিয়ে পুজো শুরু করুন। মূর্তিকে পঞ্চামৃত (দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল) দিয়ে স্নান করান এবং পরিষ্কার কাপড়ে মুছে দিন। যদি মূর্তি না থাকে, তবে ছবিতে গঙ্গাজল ছিটিয়ে স্নান করানোর প্রতীকী প্রক্রিয়া করুন।

৪) নতুন কাপড়, ফুল, চন্দন, কুমকুম ও চাল অর্পণ করুন। তারপর তুপুর (ঘি-র) প্রদীপ জ্বালিয়ে খিচুড়ি অর্পণ করুন, যা ভগবান জগন্নাথের প্রিয়। এছাড়া গুড়, ঘি, ও তাজা ফলও অর্পণ করা যায়। প্রসাদে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয়।

৫। ‘ওঁ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ’ মন্ত্র জপ করুন। পূজার শেষে জগন্নাথের আরতি করুন এবং আপনার ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করুন। প্রসাদ অর্পণের পর বাড়ির সব সদস্য একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করুন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *