মাতালের কাজ নিয়ে প্রচুর গল্প আছে। আছে সব আশ্চর্য মাতালের কাহিনী। তার সাথে যুক্ত হলো এক নতুন মাতালের কাহিনী। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। অথচ প্ল্যাটফর্মে ঠায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রীতিমতো বিরক্ত যাত্রীরা খোঁজ নিতে গিয়ে জানতে পারলেন রীতিমতো নাটক শুরু হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিন বগির সামনে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বসে রয়েছেন লোকো পাইলটের আসনে। নাছোড় ব্যক্তির দাবি, ট্রেন তাঁকেই চালাতে দিতে হবে। তাঁকে বুঝিয়ে সুঝিয়েও ট্রেন থেকে নামানো যাচ্ছে না। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। জানা গিয়েছে, গত সোমবার গোয়ালিয়র থেকে মোরেনার সুমাবলি-সবলগড়গামী ট্রেন গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক সেই সময় চালকের অবর্তমানে ট্রেনের লোকে পাইলটের কেবিনে ঢুকে পড়েন এক ব্যক্তি।
চালকের আসনে বসে মনের আনন্দে ট্রেনের নানা সুইচ টিপতে থাকেন তিনি। ট্রেন চালু করার জন্য লোকো পাইলট সেখানে এসে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি ওই ব্যক্তিকে ট্রেন থেকে নেমে আসার অনুরোধ করেন। তবে ওই ব্যক্তি নামবেন কেন? তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ট্রেন আজ আমি চালাব”। তাঁকে বুঝিয়েও কোনও কাজ হয়নি। এদিকে ঘটনার কথা জানার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। অনেকে এই ঘটনার ভিডিও করতে থাকেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। এই অবস্থায় রেল পুলিশকে খবর দেন লোকো পাইলট। দীর্ঘ নাটকের পর পুলিশ জোর করে ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন।