হিন্দুধর্মের বিয়ে মানেই অগ্নিসাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়া। সাতজন্মের সঙ্গীর সঙ্গে গাঁটছড়া। এইসঙ্গে ‘সাত বচন’ বা প্রতিশ্রুতিও। মূলত যুগলের সারজীবন ভালবাসার সম্পর্ক, সম্মান, সততার অঙ্গীকার থাকে এই সাত বচনে। দিল্লির একটি বিয়েতে দুষ্টু বর যোগ করলেন অষ্টম বচন। যা শুনে হাসির রোল উঠল বিয়ের মণ্ডপে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিয়ে ছিল মায়ঙ্ক ও দিয়ার। সব কিছু প্রথা মতোই চলছিল। কিন্তু ‘অষ্টম বচনে’ চমকে দেন যুবক। সকলকে চমকে দিয়ে তিনি বলেন, “আমি ওর কাছে আরও একটা প্রতিশ্রুতি চাই। রাজি হতে হবে। পরে না বলতে পারবে না।”
প্রাথমিকভাবে সকলে চুপ হয়ে যান। অনেকেই কৌতূহলী হন… ব্যাপারটা কী! কনে দিয়াও অবাক। এমন সময় মায়ঙ্ক বলেন, “এসির টেম্পারেচার কিন্তু আমিই সেট করব।” বরের এই খুনসুটি মন্তব্য শুনে বিয়েবাড়ির সকলে হাসিতে ফেটে পড়েন। মায়ঙ্ক আরও বলেন, “রেকর্ড হচ্ছে কিন্তু…।” প্রাথমিক জড়তা কাটিয়ে নববধূ দিয়া উত্তর দেন, ‘রাজি’।
