তান্ত্রিকতা বা ব্ল্যাক ম্যাজিক দিন দিন মানুষের মনে অধিকার বিস্তার করছে। প্রশ্ন, কীভাবে বুঝবেন আপনার উপর কেউ কোনওরকম তন্ত্র মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করেছে? জ্যোতিষ গুরু প্রজাপত্যানন্দ তীর্থনাথজি জানিয়েছেন, কোনও ব্যক্তির ক্ষতি অন্য কেউ করতে চাইছেন কি না, সেটা বোঝার উপায়। জ্যোতিষ গুরু প্রজাপত্যানন্দ তীর্থনাথজির মতে, ক্ষতির নানা প্রকারভেদ রয়েছে। পাশাপাশি নানা প্রয়োগও রয়েছে, যদিও লক্ষণ আলাদা। প্রজাপত্যানন্দর কথায় বেশ কয়েকটি লক্ষণ দেখলে বুঝতে হবে, কেউ না কেউ আপনার ক্ষতি করতে চাইছে। তিনি জানান, যেমন – শারীরিক হানি হচ্ছে কি না নজর রাখতে হবে।
হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া, খাওয়ার প্রতি অনীহা ইত্যাদি দেখা গেলে মানুষ খুব চিন্তিত হয়ে পড়েন। কেউ আপনার ক্ষতি করতে চাইলে অনেক সময় স্বাস্থ্যে, খাদ্যগ্রহণে বা খাদ্যাভাসের ক্ষেত্রে সেই প্রভাব পড়ে। জ্যোতিষ গুরু প্রজাপত্যানন্দ তীর্থনাথজি বলেছেন, যদি কারও উপর কোনও প্রয়োগ করা থাক, তা হলে সেই ব্যক্তির আশেপাশে মাছি ও কালো ভ্রমর দেখা যাবে। যদি সেটা কর্মক্ষেত্রে দেখেন, তা হলে বুঝতে হবে যে, কর্মক্ষেত্র নষ্ট করার জন্য কেউ আপনার উপর কোনও ক্রিয়া করেছে। আর যদি কেউ নিজের বাড়িতে এমনটা দেখেন, তা হলে বুঝতে হবে বাড়িতে, বাস্তুতে এই প্রয়োগটি করা হয়েছে। প্রায়শই খাবারে বেশি চুল দেখতে পান, রাতে ঘুমের মধ্যে ভৌতিক, হিংস্র পশু, কোনও ব্যক্তির মৃত্যু, নিজের মৃত্যুর স্বপ্ন দেখতে থাকেন। অধিক মাত্রায় যদি কারও প্রতি ভয়, ভীতি তৈরি হয়, সেটিও তন্ত্র প্রয়োগের একটি লক্ষণ বলে ধরা হয়। তখনই সাবধান হয়ে কোনো তান্ত্রিকের পরামর্শ নেওয়া উচিত।