এবার সামনে আসলো বেশ বড়ো অভিযোগ। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর ভুল দেহ পেয়েছেন মৃতদের পরিবার! এমনই অভিযোগ এনেছেন ব্রিটেনের দুই পরিবার। তাঁদের আইনজীবীর মতে, দুর্ঘটনার পর যে দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে সেগুলোর ডিএনএ আবার পরীক্ষা করানো হয়। তখনই দুই পরিবার জানতে পারে, ভুল দেহ পাঠানো হয়েছে তাঁদের। আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনার পর সেখানকার সরকারি হাসপাতালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্ত করা হয়েছিল। তারপর কফিনবন্দি দেহ তুলে দেওয়া হয় মৃতদের পরিবারের হাতে। সবমিলিয়ে ব্রিটেনের ৫৩ জন নাগরিকের মৃত্যু হয় আহমেদাবাদ বিমান দুর্ঘটনায়। দুর্ঘটনায় মৃত অধিকাংশ ব্রিটিশ নাগরিকের শেষকৃত্য হয়ে গিয়েছে ভারতেই। তবে ১২ জনের দেহ পাঠানো হয়েছিল ব্রিটেনে।
কিন্তু তার মধ্যে দু’জনের দেহ ফের ডিএনএ পরীক্ষা করতেই দেখা যায়, ভুল দেহ পাঠানো হয়েছে। দুই পরিবারের আইনজীবী জানান, তাঁদের আত্মীয়দের দেহ ভুলভাবে শনাক্ত করা হয়েছে। ভুল দেহ পাঠানো হয়েছে ব্রিটেনে। একজনের দেহাবশেষ একেবারেই ভুল ছিল। অপরজনের দেহাবশেষের সঙ্গে মিশে ছিল অন্য কারোর দেহ। লন্ডনে ডিএনএ শনাক্ত করে ওই দুই দেহাবশেষ আলাদা করা হয়। শেষ পর্যন্ত একজনের শেষকৃত্যও বাতিল করতে হয়। কারণ নিজেদের আত্মীয়ের দেহাবশেষ পরিবারের হাতে এসে পৌঁছয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরজনের দেহাবশেষ আলাদা করা হয়।