www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 30, 2025 11:28 am

ঈশা বাস্যমিদং সর্বং য়ৎকিঞ্চ জগত্যাং জগৎ। তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা গৃধঃ কস্যস্বিদ্ধনম্‌ ॥

ঈশা বাস্যমিদং সর্বং য়ৎকিঞ্চ জগত্যাং জগৎ।
তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা গৃধঃ কস্যস্বিদ্ধনম্‌ ॥

ইষাবাশ্য উপনিষদের এই মন্ত্রে জীবনধারণের পথনির্দেশ সুষ্পষ্ট। বলা হচ্ছে ইশ্বরীয় চেতনায় গোটা জীবনটাকে আচ্ছাদিত করতে হবে। আমাদের চারপাশে যা কিছু আছে সর্বত্র ঈশ্বর আছেন, এমন একটি ভাবনা ধরে রাখার কথা বলা হয়েছে। এই মহামন্ত্র নিয়েই দ্য ওয়ালের অমৃতকথায় (Amrita Katha) আলোচনা করলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দ (Swami Ekachittananda)।

জীবনকে সুস্থ ও সুন্দর করতে তাঁর পরামর্শ, ‘মা গৃধঃ। অর্থাৎ লোভ কোরো না। কারই বা ধন।’ একচিত্তানন্দজী মহারাজের ব্যাখ্যা, “আমাদের প্রত্যেকের জীবনে এই বার্তা প্রাসঙ্গিক। একজন ভক্তর চোখে দেখলে আমি এখানে চাইতেই বা কী পারি! ভগবান আমাকে যে পরিবেশে পাঠিয়েছেন সেখানে আমার প্রয়োজনের সমস্ত কিছুইতো তিনি দিয়েছেন। জিভ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আর একজন জ্ঞানী হিসেবে যদি ভাবি, তাহলে দেখব, সব কিছুইতো অনিত্য। এই জীবনে এত যে উপকরণ আমরা নিয়ে আসছি, নিজেদের জীবন ভরপুর করার চেষ্টা করছি, সবই তো আজকে আছে, কালকে নেই। তাহলে লোভ করব কেন!”

রামায়ণ-মহাভারতের (Ramayana-Mahabharat) প্রসঙ্গ তুলে তিনি জানান, লোভ কী করে মানুষের এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, এই দুই আখ্যায়িকাই তা প্রমাণ করে। রাবণ বা দুর্যোধনের মনে এই আসুরিক প্রবণতাগুলি না থাকলে হয়তো এই দুই আখ্যায়িকা লেখার প্রয়োজনই হত না। তিনি বলেন, “শ্রীরামকৃষ্ণ এই রিপুগুলি জয়ের জন্য একটি অদ্ভুত সুন্দর সমাধান দিলেন। তিনি বললেন এই কাম-ক্রোধ- লোভ রিপুগুলির মোড় ঘুরিয়ে দাও। সবই ভগবানের দিকে ঠেলে দাও। ভগবানকে পেলে আমার কত আনন্দ হবে, তারজন্য লোভ হবে, ভগবানকে না পেলে ক্রোধ হবে। যারা ভগবানকে পাওয়ার পথে প্রতিবন্ধক তাঁদের প্রতি আমার এই রাগ বর্ষিত হবে।”

একচিত্তানন্দজী মহারাজের কথায়, “গীতায় ভগবান শ্রীকৃষ্ণও সাবধান করেছেন এই তিন আদিম রিপু সম্পর্কে। আসলে অন্তরে তো আমরা সমৃদ্ধশালী। বাইরের জীবনেই শুধু অভাব। এই যে চাহিদাগুলি, সবই তো ভ্রান্তির বশে। আমরা যদি একটু অন্তরের দিকে তাকাই, সেখানে তো কোনও ভ্রান্তি নেই। অভাবও নেই। তাই মনের চোখটা খুলে মনের মাঝে ডুব দিলেই মিলবে এই তিন রিপু মুক্তির ঠিকানা।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *