হিন্দুধর্মে তুলসী (Tulsi) গাছ ভীষণ গুরুত্বপূর্ণ। এই গাছের এক আলাদা মাহাত্ম রয়েছে। বরাবর তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস এই যে, তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। ফলে যে সকল ব্যক্তিদের হাতে টাকা-পয়সা খুব একটা থাকে না এবং আয়ের থেকে যাঁদের ব্যয় বেশি যাঁদের, তাঁরা তুলসী গাছে কয়েকটি প্রতিকার করতে পারেন। হাতেনাতে ফলও পাবেন। তুলসী গাছের সঙ্গে একদিকে যেমন ধর্মীয় বিশ্বাস জড়িত, তেমনই এই গাছের সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধির বিশেষ যোগও রয়েছে। এছাড়া তুলসী গাছের প্রতিটি অংশের স্বাস্থ্যকর গুণের কথা কারও অজানা নয়। সেই প্রাচীনকাল থেকে স্বাস্থ্যের খাতে তুলসীর ব্যবহার চোখে পড়ার মতো। তার পাশাপাশি দিন দিন বাড়ছে এই গাছকে নিয়ে বিশ্বাস, আস্থা।
তুলসী গাছে লক্ষ্মী দেবী যেহেতু বাস করেন, তাই যে বাড়িতে তুলসী গাছে নিয়মিত পুজো করা হয়, সেই বাড়ির সদস্যদের উপর লক্ষ্মী দেবীর আশীর্বাদ বজায় থাকে। এ ছাড়া ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী। যখন তাঁকে নৈবেদ্য অর্পণ করা হয়ে থাকে, তার মধ্যে তুলসী পাতা দিতে হয়। ভগবান বিষ্ণু তা হলে সন্তুষ্ট হন। জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দেখতে হলে, তুলসী বহু গ্রহের সঙ্গে সম্পর্কিত। যার ফলে ঠিক করে তুলসীর পুজো করলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের উপর অশুভ গ্রহের ত্রুটি দূর হয়। অনেকের বিশ্বাস স্নানের জলে তুলসী পাতা মেশালে বা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখলে ঋণ থেকে মুক্তি মেলে। এ ছাড়া নিয়মিত তুলসী পুজো করলে বাড়ির পরিবেশ পবিত্র হয় এবং সুখ ও শান্তি বজায় থাকে।