জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাঁকেই ফলহারিণী বলা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। বিশ্বাস করা হয়, এই তিথিতে দেবীর পূজা-আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়।
এ বছর ফলহারিণী কালীপুজো পালিত হবে সোমবার, ২৬ মে৷ বাংলার ১১ জ্যৈষ্ঠ৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২.১৩ মিনিটে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে ২৭ মে মঙ্গলবার সকাল ৮.৩২ মিনিটে৷
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ২৬ মে সোমবার, সকাল ১১টা ৭ মিনিট ১৯ সেকেন্ডে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ বা ২৭ মে৷ সেদিন সকাল ৮টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷ পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ৷ কিন্তু অমাবস্যায় নিশিপালন ও পুজো প্রধান৷ তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবারই৷