www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 23, 2025 1:43 am

কলকাতা সংলগ্ন এই ৫টি পুজোর ভৌগলিক অবস্থান কিন্তু উঃ ২৪ পরগনার মধ্যে।

কলকাতা সংলগ্ন এই ৫টি পুজোর ভৌগলিক অবস্থান কিন্তু উঃ ২৪ পরগনার মধ্যে। প্রতি বছর এই পুজোগুলো নিজেদের বাজেট বাড়িয়ে এখন কলকাতার প্রধান পুজোগুলোর সঙ্গে রীতিমত প্রতিযোগিতা করছে।

  • দমদম পার্ক ভারতচক্র তাদের এ বছর রজত জয়ন্তী পালন করছে। ২৫তম বর্ষে তাদের থিম ‘তন্মাত্র’। আয়োজকদের বক্তব্য, দেবীর চারপাশে তাঁর তন্মাত্র বিরাজমান থাকে, তবে খালি চোখে তা দেখা যায় না। ভক্তি ও অনুভূতির মাধ্যমেই সেই শক্তির উপস্থিতি অনুভব করা সম্ভব।
  • দমদম তরুণ দল এবার দর্শকদের মনেই যেন এক ছাপ ফেলতে চাইছে। এবার তাদের থিম ‘ছাপ’ বিভিন্ন ধরনের ছাপের মধ্যে দিয়েই তার পরিচয় ফুটে ওঠে। বিভিন্ন ধরনের ছাপকে ব্যবহার করেই সেজে উঠছে মণ্ডপ।
  • দক্ষিণ বেদিয়াপাড়া ৩৫তম বর্ষে পা দেওয়া এই পুজোয় থিম রাজস্থানের ঐতিহ্যবাহী ঘুমর নৃত্য। রাজপ্রাসাদের আদলে তৈরি হচ্ছে বিরাট মণ্ডপ। দেবী দুর্গা থাকবেন ঘাঘরা-চোলি পরিহিত রাজস্থানি সাজে। লক্ষ্মী-সরস্বতী, এমনকি কার্তিক-গণেশও থাকবেন ওই একই পোশাকে।
  • দমদম পার্ক তরুণ সঙ্ঘ পুজোয় পা দিল ৪০তম বছরে। দুর্গাপুজোর থিম হিসেবে এই ক্লাব বেছে নিচ্ছে ব্যোমকেশকে। ব্যোমকেশের মোট ২২ উপন্যাস ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপজুড়ে, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ করবে বলেই দাবি উদ্যোক্তাদের।
  • দমদমের পুজোগুলির মধ্যে অন্যতম সেরা ‘শ্রীভূমি’। এ বছর তাদের থিম ‘নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির’। সাদা পাথরের মন্দির, সুবিশাল প্রবেশদ্বার আর রাজকীয় কারুকার্য সঙ্গে হাতির মূর্তি দর্শনার্থীদের যেন নিয়ে যাবে বিদেশের মাটিতে।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *