www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 31, 2025 5:43 pm

নিরাপত্তাকে একদম নতুন সাজে সাজানো হচ্ছে গঙ্গাসাগর মেলাকে।

নিরাপত্তাকে একদম নতুন সাজে সাজানো হচ্ছে গঙ্গাসাগর মেলাকে। ইতিমধ্যে একবার মুখ্যমন্ত্রী ঘুরে এসেছেন। আবার সেজেমিনে দেখতে আগামী ৫ তারিখ যাচ্ছেন। গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগরে ভিড় মোকাবিলায় ড্রপগেটে বসবে ট্রাফিক লাইট, আসছে ড্রোন। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে বিভিন্ন জায়গায় ড্রপ গেট তৈরি হয়। বাঁশ দিয়ে ব্যারিকেড করে আটকে রাখা হয় ভিড়। এবার সেই ড্রপ গেটে বসানো হবে ট্রাফিক লাইট। এর ফলে দূর থেকে মানুষ দেখে বুঝতে পারবেন কখন থামতে আর কখন এগিয়ে যেতে হবে। এরকম ৪০টি স্থান চিহ্নিত করা হয়েছে।

গেট এইট, কচুবেড়িয়া এবং মেলা গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় এই ব্যবস্থা থাকবে। সুন্দরবন পুলিশ জেলার সুপারিশ মেনে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কোথায় বসবে ড্রপগেট তার দেখা হচ্ছে। নজরদারির জন্য বসানো হচ্ছে ৩১টি ওয়াচ টাওয়ার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন অঞ্চলে হচ্ছে ২২০ সাবস্টেশন। মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে ১৫৫টি। এছাড়াও ভেসেল আটকে গেলে বা পূণ্যার্থীদের কোথাও সমস্যা হলে ড্রোন দিয়ে সেখানে খাবার পাঠানো যাবে কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। এছাড়া ড্রোন দিয়ে সঠিক ছবি ও তথ্য বিশ্লেষণ করা হবে। এবছর ম্যান প্যাকেজিং ঠিকমত করতে চাইছে প্রশাসন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *