একেই বলে প্রকৃত দেশভক্তি। এমন নিদর্শন খুবই কম পাওয়া যায়। ভারত পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় সেনা বাহিনীকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো ক্লাস টু-এর ছাত্র। বয়স মাত্র ৮ বছর। কিন্তু এই বয়সেই ভারতীয় সেনা ও দেশের প্রতি একবুক শ্রদ্ধা রয়েছে তার। আর সেই শ্রদ্ধা ও ভক্তি থেকেই শেষ দশ মাসে নিজের জমানো সব টাকা ভারতীয় সেনার কাছে পৌঁছে দিতে পরিবারকে সঙ্গে নিয়ে জেলাশাসকের কাছে পৌঁছে গেল এক বালক। তামিলনাড়ুর কারুর জেলার ওই খুদের এমন কীর্তির একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মা, বাবা ও ভাইকে নিয়ে জেলাশাসকের দপ্তরে পৌঁছে গিয়েছে ওই বালক। সঙ্গে রয়েছে হলুদ রঙের একটি ভাঁড়। সেই ভাঁড়েই সে শেষ ১০ মাস ধরে টাকা জমিয়েছে। সেই সব টাকা জেলাশাসকের হাত দিয়ে পৌঁছে দিতে চায় ভারতীয় সেনা বাহিনীর কাছে।
ভাইরাল ভিডিওতে ওই বালককে বলতে শোনা গিয়েছে, “যে টাকা আমি জমিয়েছি, তা সেনাদের কাছে পৌঁছে দিতে চাই। যারা আমাদের সুরক্ষা দিচ্ছে, আমি তাদের সাহায্য করতে চাই।” খুদের এমন কাণ্ড দেখে হতবাক জেলাশাসক-সহ দপ্তরের সমস্ত কর্মীরা। হাতখরচ এবং বড়দের কাছ থেকে উপহারে পাওয়া টাকা বাঁচিয়ে সেটা সেনার হাতে তুলে দেওয়ার এমন ইচ্ছাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। সামাজিক মাধ্যমেও ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার এমন ইচ্ছাকে বাহবা দিয়েছেন নেটিজেনরাও।