আজ, বুধবার সকলের জন্য খুলে দেওয়া হবে দিঘার জগন্নাথ মন্দির। মঙ্গলবার মহাধুমধামের সঙ্গে করা হয় পূজাপাঠ ও যজ্ঞ। এই মহাযজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মন্দিরে পৌঁছে তিনি যজ্ঞে অংশগ্রহণ করেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, ‘জগন্নাথ মন্দির চত্বরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে এবং এই বার্ষিক ধর্মীয় উৎসবকে রাজ্য সরকারের স্বীকৃতি দেওয়া হবে।’ মহাযজ্ঞের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সমস্ত ধর্ম-বর্ণের মানুষ এসেছেন এখানে। ধর্ম তো মুখে প্রচার করে হয় না। ধর্ম মানে হৃদয় ছুঁয়ে যাওয়া। মা-মাটি-মানুষ ভাল থাকলেই, আমি ভাল থাকব। তীর্থস্থান সবার জন্য।’
সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের মূল কর্মসূচিগুলির মধ্যে ছিল, বেদ পাঠ, অগ্নিহোত্র, ধর্মীয় ভাষণ এবং পুরোহিতদের আশীর্বাদ প্রদান। বিকেল চারটে নাগাদ অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবেশ করে। সন্ধ্যা ছ’টায় আরতির মাধ্যমে সমাপ্তি অনুষ্ঠান শেষ হয়।