দুর্গাপুজো মানেই বাঙালির একটা আবেগ। দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্রই এই পূজা নিয়ে থাকে চূড়ান্ত উন্মাদনা। আর এখন তো থিম পুজোর যুগ। পুজো কমিটিগুলো নিয়ে আসছে নতুন নতুন থিমের পুজো। সেই ধারাকে বজায় রেখেই এবার দিঘায় আসছে কেদারনাথের মন্দির। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সর্বজনীন যুব দুর্গা উৎসব কমিটির এবারের দুর্গাপুজোর থিম কেদারনাথ দর্শন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গাপুজোর প্রায় দু’মাস আগে থেকে খুঁটি পূজার মাধ্যমে দিঘা শহরের বুকে এক টুকরো কেদারনাথ মন্দিরের সৌন্দর্য তুলে ধরতে তোড়জোড় শুরু করেছে পুজো উদ্যোক্তারা। থিমের পাশাপাশি ঠাকুর, প্যান্ডেল, লাইট এর ওপর জোর দিয়েছে এবারের বাজেট ২০ লক্ষ টাকা। বিগত কয়েক বছর এই ক্লাবের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্তমান সময়ে দুর্গা পুজো মানেই, থিম পুজোর ছড়াছড়ি। বড় শহর থেকে ছোট শহর মফস্বল থেকে গ্রাম সর্বত্রই দুর্গা পুজোয় নানান থিম ফুটে ওঠে। দুর্গাপুজো বাঙালির কাছে নস্টালজিয়া আবেগ। এবার সেই আবেগ ও নস্টালজিয়ার সঙ্গে যুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দির! ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অবস্থিত কেদারনাথ মন্দির। এই মন্দির একটি অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে জনপ্রিয়। এই মন্দির দর্শন করার স্বপ্ন বা ইচ্ছে রয়েছে বহু মানুষের। কিন্তু সবার ক্ষেত্রে কেদারনাথ মন্দির পৌঁছে যাওয়ার সুযোগ হয় না। এবার দুর্গাপুজোই সেই সুযোগ দিঘায়। পুজো উদ্যোক্তাদের আশা এবার তাদের পুজো দেখতে লক্ষাধিক মানুষের আগমন ঘটবে।