www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 25, 2025 12:51 pm

কম্বোডিয়া-থাইল্যান্ডের সংঘর্ষের আঁচ পড়ল এবার কম্বোডিয়ার একটি মন্দিরে।

কম্বোডিয়া-থাইল্যান্ডের সংঘর্ষের আঁচ পড়ল এবার কম্বোডিয়ার একটি মন্দিরে। জেসিবি মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সীমান্তবর্তী এলাকার একটি মন্দির এবং বিষ্ণুমূর্তি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। কম্বোডিয়া সরকার এবং মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ থাইল্যান্ড সরকার এই কাজ করেছে। সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, ২০১৪ সালে কম্বোডিয়ার একটি মন্দিরে ওই বিষ্ণুমূর্তিটি স্থাপন করা হয়। ৩২৮ ফুট উচ্চতার মূর্তিটি যে এলাকায় রয়েছে, সেটির কাছেই থাইল্যান্ড সীমান্ত। এক বিবৃতিতে কম্বোডিয়ান মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, “আমরা বৌদ্ধ ও হিন্দু অনুসারীদের পূজ্য প্রাচীন মন্দির এবং মূর্তি ধ্বংসের তীব্র নিন্দা করছি।” 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জেসিবি মেশিন ব্যবহার করে বিরাটাকার মূর্তিটিকে ভেঙে ফেলছে একদল লোক। কিছু মানুষ দূরে দাঁড়িয়ে এই ধ্বংসযজ্ঞ দেখছেন। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে টানা পাঁচদিন যুদ্ধ চলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। অন্তত ৪০ জনের মৃত্যু হয় দু’পক্ষে। তিনদিন গোলাবর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া। যদিও সে প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় দু’পক্ষ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাঁর প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *