www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 24, 2025 6:47 pm

আগামীকাল থেকেই শুরু হচ্ছে 'ছটপুজো' - যা চারদিন ধরে চলবে।

আগামীকাল থেকেই শুরু হচ্ছে ‘ছটপুজো’ – যা চারদিন ধরে চলবে। নিয়ম অনুসারে – প্রতি বছর কার্তিক মাসের শুক্ল পক্ষে চার দিনের এই উৎসব পালিত হয়। এ বছর – অর্থাৎ – ২০২৫ সালে ছট পুজো শুরু হচ্ছে আগামী ২৫ অক্টোবর – শনিবার থেকে। এই উৎসবে মূলত সূর্য দেবতা (সূর্য দেব) এবং ষষ্ঠী দেবী (ছঠি মাইয়া)-র আরাধনা করা হয়।

এক নজরে ছট পুজো ২০২৫-এর নির্ঘণ্ট:

  • প্রথম দিন- নহায়-খায়: আগামী ২৫ অক্টোবর – শনিবার- কার্তিক মাসের শুক্ল চতুর্থীতে পবিত্র স্নান ও সাত্ত্বিক আহার গ্রহণ পর্ব সারা হবে।
  • দ্বিতীয় দিন – খরনা: আগামী ২৬ অক্টোবর – রবিবার – কার্তিক মাসের শুক্ল পঞ্চমীতে সারা দিন নির্জলা উপবাস এবং সন্ধ্যায় প্রসাদ গ্রহণ করে ৩৬ ঘণ্টার কঠিন ব্রত শুরু করা হবে।
  • তৃতীয় দিন – সন্ধ্যা অর্ঘ্য: আগামী ২৭ অক্টোবর – সোমবার – কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন (সূর্যাস্ত: প্রায় ৫টা ৪০ মিনিট) করা হবে।
  • চতুর্থ দিন – ঊষা অর্ঘ্য: আগামী ২৮ অক্টোবর – মঙ্গলবার – কার্তিক মাসের শুক্ল সপ্তমীতে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন ও ব্রত ভঙ্গ (সূর্যোদয়: প্রায় ৬টা ৩০ মিনিট) করা হবে।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *