বুদ্ধ পূর্ণিমার আগে লামাপাঠ ও বিশেষ পুজো শুরু করেছেন বৌদ্ধ ভিক্ষুরা। উদ্দেশ্য একটাই-দেশের মঙ্গল কামনা। দেশজুড়ে যুদ্ধ আবহ। এর মধ্যেই ভারতীয় সেনার সুস্থতা ও দীর্ঘায়ু চেয়ে বিশেষ পুজো শুরু করলেন বৌদ্ধ ভিক্ষুরা। আলিপুরদুয়ারে হ্যামিল্টনগঞ্জ পুণ্যজ্যোতি বৌদ্ধ বিহারে শুরু হল বিশেষ পুজো পাঠ।
পাশাপাশি পহেলগাঁওয়ে এবং পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করছেন বৌদ্ধভিক্ষুরা। হ্যামিল্টনগঞ্জের পুণ্যজ্যোতি বৌদ্ধবিহার অন্যতম পুরনো বৌদ্ধবিহার। বুদ্ধ পূর্ণিমা-সহ যে কোনও অনুষ্ঠানে এই বৌদ্ধ মঠে প্রার্থনা ও পুজো করতে আসেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সম্প্রতি ভারতীয় সেনা এবং বায়ু সেনার পক্ষ থেকে অপারেশন সিঁদুর করা হয়েছে। যুদ্ধ চলছে জোরকদমে। পাকিস্তানের প্রতিটি ষড়যন্ত্রের মোক্ষম জবাব দিচ্ছে ভারত। পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাব দিতে শুরু করেছে ভারত, বলছেন সকলেই। এর পরেই সারা দেশ জুড়ে যুদ্ধের আবহ দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সেনা জওয়ানদের মঙ্গল কামনায় বৌদ্ধবিহারে বিশেষ পুজোর আয়োজন করা হয়। উপস্থিত আছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।