www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 16, 2026 12:02 pm

এবার যোগীরাজ্যের মন্ত্রীর আক্রমনে প্রথমে সলমন ও পড়ে শাহরুখ। বিষয়টা কি?বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে যখন সরব সমস্ত দেশ, তখন কেন নীরব সলমন? এই প্রশ্ন তুলে বুধবার ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি মন্ত্রী বলেন, “সলমন খান দেশদ্রোহী। ওকে ফাঁসিতে ঝোলানো উচিত!” কিন্তু রাত পোহাতেই ‘ডিগবাজি খেয়ে’ সব দায় চাপালেন শাহরুখ খানের ঘাড়ে। এবার বলিউডের বাদশাকে তোপ দেগে রঘুরাজের মন্তব্য, “সলমন নয়, শাহরুখই আসল দেশদ্রোহী।” কিন্তু রাতারাতি কী এমন ঘটল যার জন্য মত বদলালেন তিনি? বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঘুরাজ সিং দাবি করেন, ভুলবশত বুধবার তিনি সলমন খানের নামোল্লেখ করে ফেলেছিলেন। আসলে তাঁর রাগ শাহরুখ খানের উপরই। কিন্তু মুখ ফসকে সলমনের নাম বলে ফেলেছেন তিনি। বুধবার ভাইজানকে কটাক্ষ করে রঘুরাজ বলেছিলেন, “সলমন তো থাকে ভারতে, কিন্তু ভালোবাসে পাকিস্তানকে। ওর উচিত পাক মুলুকে চলে যাওয়া। ভারতে থেকে সিনেমা করবে, ব্যবসা করবে, খাবে, আর পাকিস্তান-বাংলাদেশের মুসলিমদের সমর্থন করবে! ভারতীয়দের উচিত সলমন খানের সিনেমা বয়কট করা।” 

যোগীরাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সিনেদুনিয়া থেকে রাজনৈতিকমহলে হইচই পড়ে যায়। কিন্তু চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে সলমনের পরিবর্তে সাংবাদিকদের সামনে শাহরুখের নাম নিলেন তিনি। শুধু তাই নয়, ভাইজান স্তুতি করতেও শোনা গেল বিজেপি মন্ত্রীকে। কী বললেন? এবার রঘুরাজের মন্তব্য, “সলমন খান কিন্তু খুব ভালো অভিনেতা। আমি আসলে ওর নাম বলতে চাইনি। বলতে গিয়েছিলাম শাহরুখের কথা। যখনই পাকিস্তান কোনও সমস্যায় পড়ে, শাহরুখ কোটি কোটি গ্যাঁটের কড়ি অনুদান দেয়। আর ভারতের গণপিটুনি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়। কিন্তু আজ বাংলাদেশে যখন একের পর এক হিন্দু নিধনের ঘটনা ঘটছে, তখন শাহরুখের মুখে কোনও কথা নেই। সলমন নয়, আসল দেশদ্রোহী শাহরুখ খানই। এতে কোনও সন্দেহ নেই।” 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *