www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 1, 2025 6:38 am

উঃ ২৪ পরগনার জেলার এই মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে নিখুঁত নকশায় তৈরি দিঘার জগন্নাথ ধামের প্রতিরূপ

উঃ ২৪ পরগনার জেলার এই মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে নিখুঁত নকশায় তৈরি দিঘার জগন্নাথ ধামের প্রতিরূপ। নিদারুণ আলোকসজ্জা, বাহারি রঙের সমাহার এবং কারুকার্যপূর্ণ শৈলীতে ভাস্বর হয়ে উঠেছে গোটা প্যান্ডেল। ভিতরে প্রবেশ করলে একদিকে ভগবান জগন্নাথের দর্শন মিলবে, অন্যদিকে তাঁর পাশেই দর্শনার্থীরা দেবী দুর্গার প্রতিমা দেখার সুযোগ পাবেন। চলতি বছর পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্বোধন করেছিলেন। সেই মন্দিরের আদলেই বসিরহাটে দুর্গাপুজো মণ্ডপ তৈরি করেছে নৈহাটি বিদ্যুৎ সংঘ।

দুর্গোৎসবের আনন্দে এবার বসিরহাটবাসী যেন পেয়ে গেছেন দিঘার স্বাদ। ঘরের কাছেই অনুভব করবেন জগন্নাথ ধামের পবিত্র আবহ। এই অভিনব থিম দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকরা। সেই কারণেই পঞ্চামীর বিকেল থেকেই এখানে প্রবল মানুষের ভিড় চোখে পড়ছে। আয়োজক কমিটির দাবি, এই থিমে শুধু আধ্যাত্মিক ছোঁয়া নয়, ভক্তি ও শিল্পকলার এক অসাধারণ মেলবন্ধনও থাকছে। দিন-রাত নির্বিশেষে দর্শনার্থীদের ভিড় জমছে। প্যান্ডেলের চারপাশে নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে, বসিরহাটের মাটিতে এবার যেন সমুদ্রপাড়ের দিঘার ছায়া।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *