এক অভিনব থিমের পুজো করেছে আমরা সবাই ক্লাব। থিম হলো -‘ ‘শ্রীকৃষ্ণের দ্বারকা’ যা ঘিরে এখন শহরজুড়ে চর্চা। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মণ্ডপের ছবি ও ভিডিও। নবম বর্ষে পদার্পণ করেছে নবপল্লির এই পুজো। পৌরাণিক আবহ ও আধুনিক ভাবনার সংমিশ্রণে তৈরি হয়েছে এই মণ্ডপ। উচ্চতা প্রায় ১২০ ফুট, প্রস্থে ১৭০ ফুট। আলো, শব্দ ও শিল্পকর্মের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে কৃষ্ণের রাজ্য দ্বারকাকে। প্যান্ডেলের ভিতরে তৈরি করা হয়েছে দ্বারকার সাত নগরী। প্রতিটি আলাদা নকশা ও সূক্ষ্ম কারুকাজে সাজানো।
কোথাও কৃষ্ণলীলা, কোথাও গোপীদের আরাধনা, আবার কোথাও ধর্মযুদ্ধের দৃশ্য ফুটে উঠেছে শিল্পীর তুলিতে। সবচেয়ে বড় চমক মণ্ডপের ভিতরে – ১৫ ফুট উচ্চতার দেবীমূর্তি। যার অর্ধেক কালী ও অর্ধেক কৃষ্ণরূপে আবির্ভূত। দর্শনার্থীরা বলছেন, এ যেন ভক্তি ও শক্তির মেলবন্ধনের এক আশ্চর্য রূপ। উদ্যোক্তারা জানিয়েছেন, এই রূপের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন, কৃষ্ণের প্রেম ও কালীর তেজ একই শক্তির দুই প্রকাশ।