২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার ভাইফোঁটা। ভাইদুজ, ভ্রাতৃদ্বিতীয়া, ভাইদ্বিতীয়া প্রভৃতি নামেও ভাই-বোনের বন্ধনের এই উৎসব পরিচিত। এই দিন বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেন এবং তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। এরই সঙ্গে চলে উপহার বিনিময় ও খাওয়াদাওয়ার পালা। তবে ভাইফোঁটা পালনের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মাথায় রাখা জরুরি। এই দিন বিশেষ কয়েকটা নিয়ম পালন করলে ভাইয়ের জীবন সুখশান্তিতে ভরে উঠবে বলে বিশ্বাস করা হয়। কয়েকটি নিয়ম মেনে চলুন এই দিনে।
- ভাইয়ের মঙ্গলের জন্য ভাইয়ের কপালে চন্দন, কেশর ও গঙ্গাজল মিশিয়ে মিশ্রণ বানিয়ে ফোঁটা দিতে হবে।
- এই দিন ভাই-বোন, উভয়েই নতুন পোশাক পরতে পারলে খুব ভাল হয়।
- ভাইফোঁটা দেওয়ার সময় দু’জনের মধ্যে কেউই মাটিতে বসবেন না। ভাইকে কাঠের তৈরি জলচৌকিতে বসতে দিন। সম্ভব না হলে সুতির আসনে বসতে দেবেন।
- ভাইকে পাঁচ বা সাত রকম মিষ্টি খেতে দেবেন। ভুলেও তিন রকম মিষ্টি দেবেন না।
- ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত দেখে তবেই ফোঁটা দেবেন।
- দইয়ের ফোঁটা দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চন্দনের সঙ্গে ভাইকে দইয়ের ফোঁটাও দিতে পারেন।
- এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা যে কোনও মন্দিরে গিয়ে ভাইয়ের নামে পুজো দিয়ে আসুন।