আবার ভারত প্রায় শিরোনামে এসেও আবার ফসকে গেলো। আশা জাগিয়েও ফের একবার ভারতকে বঞ্চিত করা হল অস্কার থেকে। ভারতে মুক্তির আগেই ৯৮তম অস্কারের দৌড়ে নাম লিখিয়েছিল নীরজ ঘাওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। কানের মঞ্চে যে সিনেমা দেখে প্রশংসায় পঞ্চমুখ হন খোদ মার্টিন স্করসেসি। দেশ-বিদেশের তাবড় সিনেব্যক্তিত্বরাও ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিয়ে কুর্নিশ জানিয়েছিলেন নীরজের ফ্রেমে ধরা ভারতের পরিযায়ী শ্রমিকদের করুণ কাহিনিকে। বন্ধুত্ব ও বাস্তবের প্রেক্ষাপটে নির্মিত নীরজ ঘাওয়ানের ছবি ‘হোমবাউন্ড’ বড়পর্দায় মুক্তি পেয়েছিল পঁচিশ সালের ২৬ সেপ্টেম্বর। গত বছরই ছবির প্রযোজক করণ জোহর জানিয়েছিলেন যে, অ্যাকাডেমি পুরস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের তালিকায় ‘হোমবাউন্ড’ পনেরোটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে। সেই থেকেই দেশবাসীর নজর ছিল ৯৮তম অস্কার অনুষ্ঠানের দিকে।
বৃহস্পতিবার অ্যাকাডেমির তরফে প্রকাশ্যে আসা তালিকায় দেখা গেল, ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, স্পেনের মতো দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় ছিটকে গিয়েছে ‘হোমবাউন্ড’। প্রসঙ্গত, ‘হোমবাউন্ড’ ছবিটি এক নিখাদ বন্ধুত্বের গল্প। যেখানে দলিত মেয়ে সুধা ভারতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। অন্যদিকে ঈশান খট্টর, বিশাল জেঠওয়ার চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছিল লকডাউনে বিপাকে পড়া পরিযায়ী শ্রমিকদের করুণ পরিণতির কাহিনি। ভারতের প্রত্যন্ত অঞ্চলের দুর্দশার গল্প তুলে ধরা ‘হোমবাউন্ড’ অ্যাকাডেমি পুরস্কারের দৌড়ে থাকায় অস্কারের আশায় বুক বেঁধেছিল দেশবাসী। কিন্তু বৃহস্পতিবার জানা গেল, জাহ্নবী-ঈশানদের হাত ধরে ভারতে অস্কার আসার আর কোনও সুযোগ নেই। কারণ চূড়ান্ত পর্বের আগেই বাদ পড়েছে নীরজের ‘হোমবাউন্ড’।
