আগামী ১২ এপ্রিল, শনিবার হনুমান জয়ন্তী। ভগবান হনুমান হিন্দু ধর্মের মানুষের কাছে একজন বড়ো আরাধ্য দেবতা। চৈত্র মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালন করবেন সকলে। এদিন কিন্তু খুব শুভ এই দিন। এই সময়ে বুধ, শুক্র, শনি ও রাহু ও সূর্য গ্রহ মীন রাশিতেই থাকবে। পাশাপাশি মীন রাশিতে বুধাদিত্য, শুক্রাদিত্য, লক্ষ্মী নারায়ণ, মালব্য রাজযোগ, পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হবে। এই রাজযোগের প্রভাবে কোন রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হতে চলেছে, জানুন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর হনুমানজির বিশেষ পড়বে। এই সময়ে আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসার যে কাজ আটকে আছে, সেই কাজে সফলতা পাবেন। তাছাড়া আর্থিকদিকে লাভ হবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। তাছাড়া আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এসময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। - কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর এই সময় রাজযোগের শুভ প্রভাব পড়বে। পরিবেশ অনুকূলে থাকবে। তাছাড়া কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। অর্থ লাভ নিশ্চিত। আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভ হবে। তাছাড়া বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। - বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের হনুমান জয়ন্তী থেকে শুভ সময় শুরু হবে। এসময় বজরংবলীর বিশেষ কৃপায় আপনাদের সুখের সময় শুরু হবে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলোতে সফলতা অর্জন করতে পারবেন। যারা নতুন চাকরি করছেন, তাদেরও শুভ সময়। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।