ভাষা মানুষের সৃষ্টি। ভাষার মাধ্যমে মানুষ নিজেদের ভাব প্রকাশ করে। কিন্তু গবেষণায় দেখা গেছে কিছু প্রাণী ও পাখি আছে যারা বিভিন্ন শব্দের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। যেমন –
- টিয়াপাখি- সকলেই টিয়াপাখির সঙ্গে পরিচিত। সবুজ রঙা এই পাখি যে কথা বদতে পারদর্শী তা সকলেই জানেন। তাদের অনুকরণের পদ্ধতি সকলেরই ভীষণ প্রিয়। শুধু অনুকরণ কেন, সুন্দর করে নিজেদের দাবি-দাওয়া জানাতেও ওরা পারদর্শী। জানেন কি আফ্রিকান গ্রে প্যারোট একশোরও বেশি শব্দ শিখে নিতে পারে সহজেই। তাঁরা যে কোনও কথার প্রেক্ষাপট বুঝতে পারে, সহজ বাক্য তৈরি করতে পারে।
- ডলফিল- প্রচুর কথা বলতে পারা প্রাণীদের তালিকায় রয়েছে ডলফিন। মূলত শিস ও শরীরী ভাষায় এরা অপরের সঙ্গে কথা বলে। এদের শিসের ধরণ আলাদা। যা দিয়ে নিজেরা একে অপরকে সহজেই চিনে নেয়। মূলত শিকার ও চলাচলের সময় এরা অনবরত কথা বলতে থাকে।
- সংবার্ড- সর্বোচ্চ কথা বলা প্রাণীদের মধ্যে রয়েছে সংবার্ড প্রজাতির পাখি। রবিন থেকে শুরু করে নাইটিঙ্গেল, সংবার্ডরা সঙ্গীদের আকর্ষণ করতে, শিকারীদের থেকে সতর্ক করতে ও অঞ্চল চিহ্নিত করতে জটিল কণ্ঠস্বর তৈরি করে। জানা যাচ্ছে, কিছু প্রজাতি শত শত অনন্য সুর তৈরি ও মুখস্থ করতে পারে।
- হাতি- জানেন কীভাবে নিজেদের মধ্যে কথা বলে দাঁতালরা? চাপা গর্জনের মাধ্যমে। এমনভাবে তারা কথা বলে যা মানুষের কান অবধি পৌঁছনো সম্ভব নয়। জঙ্গলে দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় একে অপরের সঙ্গে এভাবেই যোগাযোগ রেখে কিলোমিটারের পর কিলোমিটার এগিয়ে যায়।
- প্রেইরি কুকুর- প্রেইরি কুকুরের বিজ্ঞানসম্মত নাম সাইনোমিস। এটি উত্তর আমেরিকার পাঁচ প্রজাতির গর্তের ইঁদুরের একটি। প্রাণীজগতের মধ্যে সবচেয়ে উন্নত ভাষা এদের। এরা নিজেদের আওয়াজের মাধ্যমে শিকারীদের আকার, আকৃতি, রঙ এবং গতি বর্ণনা করতে পারে।
