www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 18, 2026 3:59 pm

আভিনেতা, রাজনৈতিক নেতা তথা অনেকটা সমাজসেবী দীপক অধিকারী। তাঁর ভক্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। তাঁর ব্যবহার খুবই মার্জিত ও ভদ্র। এবার সেই দীপক অধিকারী ওরফে দেবকে বড়ো স্বীকৃতি দিলো ভারতীয় ডাক বিভাগ। রাজনীতির ময়দান হোক কিংবা সিনেদুনিয়া, শত বিতর্ক ছুঁয়েও বিগত দু’ দশক ধরে বাংলাবাসীর মনের বাদশা দেব। তিনি যেমন রাজনৈতিক সৌজন্যের ‘পোস্টারবয়’, তেমনই সিনেইন্ডাস্ট্রির ‘চ্যাম্পিয়ন’। বক্স অফিসের ব্যবসার নীরিখেও একনম্বরে। একসময়ে যে ছেলেটিকে বাচনভঙ্গীর জন্য সিনেপাড়ার ‘এলিট’ শ্রেণীর কাছে ঠাট্টা-টিটকিরির শিকার হতে হয়েছিল, সেই ছেলেটিই সৌজন্য আর ভালোবাসার মন্ত্র আউড়ে বিগত বারো বছরে ‘নেতা-অভিনেতা’ হিসেবে বাংলার বিভিন্ন প্রান্তে ভালোবাসা কুড়িয়েছেন। আর সেই ভালোবাসার বিলনোর স্মারকস্বরূপ এবার দেবকে বড় স্বীকৃতি ভারতীয় ডাক বিভাগের।

এবার থেকে ভারতীয় ডাক টিকিটে দেখা যাবে দেবের মুখ। শনিবার সেখবর দিতে গিয়েই উচ্ছ্বাস প্রকাশ করলেন টলিউড সুপারস্টার। পাশাপাশি অনুরাগীদের সঙ্গে পোস্ট স্ট্যাম্পের ছবিও ভাগ করে নেন অভিনেতা। যেখানে ট্রেনের ইঞ্জিনের পাশে তারকা সাংসদের মুখ জ্বলজ্বল করছে। এমন নজিরবিহীন সম্মানে সম্মানিত হয়ে আল্পুত দেবও। ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে দেবের মন্তব্য, আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আমার আন্তরিক ধন্যবাদ। এখানেই অবশ্য থামেননি তিনি। এহেন সম্মান যে তাঁর কল্পনাতীত ছিল, সেকথাও উল্লেখ করতে ভোলেননি দেব। খুশি দেব, খুশি সমস্ত বাঙালি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *