www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 16, 2026 1:06 pm

ভারতীয় জ্যোতিষ ও বাস্তু কিন্তু বহু গবেষনার পরে সিদ্ধান্তে এসেছে।

ভারতীয় জ্যোতিষ ও বাস্তু কিন্তু বহু গবেষনার পরে সিদ্ধান্তে এসেছে। তাই তাদের প্রকাশিত সূত্রগুলো খুবই গুরত্বপূর্ণ। বাস্তু বলছে অনেক সময় আমাদের হাত থেকে কিছু জিনিস বার বার করে পড়ে যায় – যা আমাদের জীবনের অমঙ্গলের ইঙ্গিত। যেমন –

১) উভয় শাস্ত্রেই লবণ পড়ে যাওয়াকে অত্যন্ত অশুভ মনে করা হয়। বারবার হাত থেকে নুন পড়ে যাওয়া দাম্পত্য জীবনে অশান্তি ও মানসিক উত্তেজনার লক্ষণ। জ্যোতিষ মতে, নুনের সঙ্গে শুক্র ও চন্দ্রের সম্পর্ক রয়েছে। তাই নুন পড়ে যাওয়া মানে এই দুই গ্রহের অশুভ প্রভাব বৃদ্ধি পাওয়া।

২) হাত থেকে বারবার তেল পড়ে যাওয়া ভবিষ্যতে ধেয়ে আসা আর্থিক সংকটের ইঙ্গিত দেয়। এ ছাড়া এটি পরিবারের কোনও সদস্যের ওপর বড় কোনও বিপদ আসার সংকেত হিসেবেও দেখা হয়।

৩) খাবার সময় মুখ থেকে গ্রাস বা থালা থেকে বারবার খাবার পড়ে যাওয়া ভাল লক্ষণ নয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী, এটি বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি বা দারিদ্র্যের আগমন বার্তা দেয়। একে দেবী অন্নপূর্ণার অপমান হিসেবেও গণ্য করা হয়। এর ফলে পরিবারে শোক সংবাদ বা অর্থহানির সম্ভাবনা তৈরি হয়।

৪) বারবার দুধ হাত থেকে পড়ে যাওয়া বা ওভেনে বসানো দুধ উথলে পড়ে যাওয়া অত্যন্ত অশুভ। এটি মানসিক চাপ বৃদ্ধি এবং অকারণে অর্থ অপচয়ের ইঙ্গিত দেয়।

৫) পুজোর সময় আরতির থালা হাত থেকে পড়ে যাওয়াকে অমঙ্গলের প্রতীক হিসেবে ধরা হয়। মনে করা হয়, এটি ভগবানের অসন্তোষের বহিঃপ্রকাশ। কোনও শুভ বা মাঙ্গলিক কাজে বাধা আসার আগে সাধারণত এমন ঘটনা ঘটে থাকে বলে বিশ্বাস করা হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *