www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 8, 2026 2:22 am

ভোট যত এগিয়ে আসছে ততোই রাজনীতির ময়দানকে জড়িয়ে ধরছে 'ধর্ম'। এবার আবার উত্তরবঙ্গ।

ভোট যত এগিয়ে আসছে ততোই রাজনীতির
ময়দানকে জড়িয়ে ধরছে ‘ধর্ম’। এবার আবার উত্তরবঙ্গ। দক্ষিণের জগন্নাথ মন্দির, দুর্গা অঙ্গনের পড়ে এবার শিলিগুড়ির মহাকাল মন্দির। এবার নতুন বছরের শুরুতেই শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা করেলেন মুখ্যমন্ত্রী। মকর সংক্রান্তির পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকাল মন্দিরের শিলান্যাস করার জন্যই উত্তরবঙ্গের সফর করবেন মুখ্যমন্ত্রী। জানা যায় আগামী ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। ২০২৫ সালের অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ। সেই সময় একাধিকবার ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সফরের মাঝেই দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পূজো দিয়েছিলেন তিনি। তারপরই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি করার ঘোষণাও করেছিলেন। এবার নতুন বছর শুরুতে দিনক্ষণ জানানোর পর থেকে দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রস্তাবিত মন্দিরের চত্ত্বর ঘিরে শুরু হয়েছে জমি পরিষ্কার ও সংস্কারের কাজ। পাশাপাশি কাজ খতিয়ে দেখেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

মন্দিরের জায়গা খতিয়ে দেখার পর মেয়ার গৌতম দেব জানান, বহু বছর ধরে অব্যবহৃত হয়ে পড়েছিল এই জমিটি। খুব শীঘ্রই শিলিগুড়ি স্টেট গেস্টহাউজের সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক করা হবে। পাশাপাশি সেখানে মন্দির নির্মাণের রূপরেখা ও যোগাযোগ ব্যবস্থায় এবং ভবিষ্যতের পরিকাঠামো উন্নতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তাব স্থাপনের পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জানুয়ারি মাসেই শিলিগুড়ি মহাকাল মন্দিরের শিলান্যাস করা হবে। এই মন্দিরটি মাটাগাড়ার মোট ৫৪ বিঘা জমিতে তৈরি করা হবে। এছাড়াও এই মন্দিরের নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যে মিলেছে। পাশাপাশি পর্যটন দফতরের হাতে থাকা এই জমিতে শুধুমাত্র মন্দির নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *