ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ শুরু করেন এই ‘ত্রিশুল পূর্ণিমা’। পৌষ পূর্ণিমার অপর নাম ত্রিশূল পূর্ণিমা। উত্তর ২৪ পরগনার সন্দেশখালী ব্লকের কানমারী আজ এক আধ্যাত্মিক মিলনক্ষেত্রে পরিণত হয়েছিল। ভারত সেবাশ্রম সংঘের কানমারী গ্রামীণ সেবাকেন্দ্রে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল ‘ত্রিশূল পূর্ণিমা’। পৌষ পূর্ণিমার এই পুণ্য তিথিতে বিশ্বমানব কল্যাণের লক্ষ্যেই প্রতি বছর সংঘ এই বিশেষ উৎসবের আয়োজন করে। এদিন ভোরে শঙ্খধ্বনি ও জয়ধ্বনি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিদ্যাধরী নদীর ঘাটে পৌঁছায়। সেখানে ভক্ত ও শিষ্যদের উপস্থিতিতে শাস্ত্রীয় রীতি মেনে ‘ত্রিশূল স্নান’ সম্পন্ন হয়।
এরপর মূল মন্দিরে শুরু হয় দিনভর নানা ধর্মীয় আচার। এর মধ্যে ছিল বিশেষ পূজা, আরতি এবং ভক্তিগীতি। অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ‘শান্তি যজ্ঞ’। ত্রিতাপ মুক্তি এবং জগতের মঙ্গল কামনায় এই যজ্ঞের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯১৬ সালে সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ ত্রিশূল প্রতিষ্ঠার মাধ্যমে মানবসেবার যে ব্রত নিয়েছিলেন, তাকে স্মরণ করতেই এই উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী নীলাচলানন্দ, স্বামী হৃদয়ানন্দ এবং স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। শুধুমাত্র পূজা-পাঠেই অনুষ্ঠান সীমাবদ্ধ ছিল না। সংঘের আদর্শ মেনে এদিন স্থানীয় দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।