আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বলে উঠবে আলো। আকাশ ভরে উঠবে আলো ও আনন্দের রঙে। আমরা বারণ করে নেবো ২০২৬ সালকে। ঠিক সেই মুহূর্তে আমরা স্মরণ করছি ২০২৫ সালে ঘটে যাওয়া আমাদের দেশের কিছু মর্মান্তিক ঘটনাবহুল বিষয়।
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা –
১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কয়েক সেকেন্ড পরেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ভেঙে পড়ে। এতে ২৪১ জন যাত্রী এবং ৩৯ জন মেডিকেল ছাত্রের মৃত্যু হয়। - মহাকুম্ভে পদপিষ্ট –
২০২৫ সালের ২৯ জানুয়ারি প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনী অমাবস্যায় সঙ্গম নোজের কাছে চারটি জায়গায় পদপিষ্টের ঘটনা ঘটে। এতে প্রায় ৮২ জনের মৃত্যু হয় এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হন। - বেঙ্গালুরু স্টেডিয়ামে পদপিষ্ট
বেঙ্গালুরুর চিন্নাস্বামী- স্টেডিয়ামের বাইরে জয়ের উৎসব করার সময় ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয় এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হন। - দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট-
১৫ ফেব্রুয়ারি দিল্লি রেলওয়ে স্টেশনে মহাকুম্ভের ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হন। প্ল্যাটফর্ম ১৪-১৫-তে প্রচণ্ড ভিড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। - গোয়া নাইটক্লাবে অগ্নিকাণ্ড-
৬ ডিসেম্বর গোয়ার একটি নাইটক্লাবে আগুন লেগে ২০ জন কর্মী এবং ৫ জন পর্যটকের মৃত্যু হয়। মৃত পর্যটকদের মধ্যে ৩ জন দিল্লির একই পরিবারের সদস্য ছিলেন। মালিকদের গ্রেফতার করা হয়েছে। - লাল কেল্লায় গাড়ি বিস্ফোরণ-
১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এই সন্ত্রাসী হামলায় ১৩ জনের মৃত্যু হয় এবং ৩২ জন আহত হন। হামলায় আত্মঘাতী হামলাকারী উমরও নিহত হয়।
