www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 19, 2025 1:51 am

যুবভারতীকান্ড এখন বিশ্বময় ছড়িয়ে গেছে।

যুবভারতীকান্ড এখন বিশ্বময় ছড়িয়ে গেছে। নতুন করে বলার কিছু নেই। কিন্তু অনেক আশ্চর্য ঘটনার মধ্যে একটি আশ্চর্য ঘটনায় সকলের দৃষ্টি পরে। প্রায় ১৪ বছর পর ভারতে মেসির আগমন। মেসিকে দেখতে এক দম্পতি বিয়ের ঠিক পরদিনই চলে আসেন যুবভারতীতে ৷ তাঁদের হাতে ছিল একটা সাইনবোর্ড, যেখানে লেখা ছিল: ‘‘গত শুক্রবারই বিয়ে করেছি, কিন্তু আমাদের হানিমুন ক্যানসেল করেছি শুধুমাত্র মেসিকে দেখতে।’’ সংবাদসংস্থা ANI-কে কথা বলতে গিয়ে, ওই ফ্যান জানান, ‘‘২০১০ সাল থেকে মেসির সাপোর্টার। আমরা এখানে এসেছি মেসিকে দেখতে। (প্ল্যাকার্ড সম্পর্কে) হ্যাঁ, এটা আমি লিখেছি। আমি গত শুক্রবার বিয়ে করেছি, কিন্তু আমার স্বামী আর আমি ঠিক করেছি আমাদের হানিমুন পিছিয়ে দেব কারণ মেসি আমাদের শহরে এসেছেন ৷’’

যুবভারতীতে লুঠ ক্ষুব্ধ জনতার একাংশের। ঘাস, চেয়ার, গাছের টব নিয়ে বাড়ির পথে দর্শকদের একাংশ। স্টেডিয়ামের নিরাপত্তা ঘিরে প্রশ্ন। বাইপাসেও ছড়াল উত্তেজনা। লাঠি নিয়ে জনতাকে তাড়া পুলিশের। ‘চোর চোর’ স্লোগান জনতার। মেসিকে সামনে রেখে দুর্নীতির অভিযোগ জনতার একাংশের। শুধু মেসি নয়, দেখা যায়নি লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকেও ৷ এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। কয়েক জন ছিঁড়ে ফেলেন গোল পোস্টের জাল। ভেঙে ফেলেন সাজঘরে যাওয়ার ট্যানেলের ছাউনি। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন দু’আড়াই হাজার মানুষ। পরিস্থিতি সামলাতে নামাতে হয় র‌্যাফ। ১১.৫২ মিনিটে যুবভারতী থেকে মেসিকে বার করে নিয়ে যাওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *