www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

December 19, 2025 1:51 am

ভারতীয় জ্যোতিষ মনেকরে 'কর্মফল' মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ।

ভারতীয় জ্যোতিষ মনেকরে ‘কর্মফল’ মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ। আর মাত্র কয়েকদিন পরেই আসছে নতুন বছর। সেই নতুন বছরকে আমরা সকলেই স্বাগত জানাবো। কিন্তু সেই নতুন বছর যদি সুখ ও শান্তিতে থাকতে হয় তাহলে জ্যোতিষের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম মেনে চলুন।

  • বছরের শেষ হওয়ার এক সপ্তাহ আগে থেকে সকালে উঠে সবার প্রথম বাড়ি-ঘর ভাল করে পরিষ্কার করুন। জ্যোতিষীরা বলেন, বাড়িতে জমে থাকা আবর্জনা পুরনো বছরের নেতিবাচক শক্তিকে ধরে রাখে। তাই নতুন বছরকে স্বাগত জানাতে ঘর থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস ও ময়লা দূর করে দিন। বিশেষ করে রান্নাঘর ও ঠাকুরের স্থান যেন পরিষ্কার থাকে।
  • বছরের শেষ দিনটিকে অনেকেই আর্থিক লেনদেনের জন্য অশুভ মনে করেন। কিন্তু জ্যোতিষ মতে, এই দিন কিছু কাজ করলে অর্থের আগমন বৃদ্ধি পায়। আপনার সাধ্য মতো কোনো দুঃস্থ বা দরিদ্র মানুষকে কিছু অর্থ, বস্ত্র বা খাবার দান করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন।
  • আপনার মানিব্যাগ বা পার্স থেকে পুরোনো অপ্রয়োজনীয় বিল, কাগজ বা ছেঁড়া জিনিস ফেলে দিন। কিছু টাকা রেখে দিন, যাতে নতুন বছরে আপনার পার্স খালি না থাকে।
  • কথিত আছে, বছরের শেষ দিনে কিছু বিশেষ ব্যবস্থা নিলে সারা বছরের সঞ্চিত নেতিবাচকতা দূর হয়ে যায়:স্নানের জলে সামান্য সামুদ্রিক লবণ (Sea Salt) মিশিয়ে স্নান করুন। এটি শরীর ও মনের উপর থেকে নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে। সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি ঘি-এর প্রদীপ জ্বালান এবং বাড়িতে ভালো সুগন্ধি ধূপ বা লোবান জ্বালান। এর ফলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হবে।
  • যদি কারও সঙ্গে আপনার কোনও মনোমালিন্য বা ঝগড়া হয়ে থাকে, তবে তার কাছে ক্ষমা চেয়ে নিন অথবা মন থেকে তাকে ক্ষমা করে দিন।
  • দিনের শেষে একবার স্থির হয়ে গত এক বছরে আপনি যা কিছু পেয়েছেন, তার জন্য ঈশ্বর এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *