বিষয়টা শুনে অবাক হলেও বিষয়টা সত্য। পাকিস্তান বুঝেছে যে শিক্ষা কোনো দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ নয়, তা সার্বজনীন। এবার পাকিস্তানেরও শেখানো হবে সংস্কৃত ভাষা (Sanskrit In Pakistan)। আগামী দিনে মহাভারত ও গীতা পড়ানোরও ভাবনা চিন্তা করছে লাহোরের একটি বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা বলছেন, সংস্কৃত পাকিস্তানের সংস্কৃতিরও অংশ। দুটো দেশ আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একদেশের মধ্যে দিয়ে এঁকে দেওয়া হয়েছিল সীমারেখা। কিন্তু, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং সামাজিক মিল আজও অস্বীকার করা যায় না। ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হিন্দি এবং পাকিস্তানের মূল ভাষা উর্দু। দু’টি ভাষাই সংস্কৃতের অপভ্রংশ শৌরসেনী প্রাকৃত ভাষা থেকে সৃষ্টি হয়েছে।
তারা আরো বলেছেন, এই দুই ভাষার ব্যাকরণ, বাক্যগঠন এবং মূল শব্দভান্ডারও কমবেশি একই রকম। অর্থাৎ উর্দুর সঙ্গে সংস্কৃতেরও মিল রয়েছে। সেকারণেই লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট পাকিস্তানে সংস্কৃত শেখানোর উদ্যোগ নিয়েছে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তরফে তিন মাস ধরে উইকেন্ডে সংস্কৃতর উপর কোর্স করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে ইতিবাচক সাড়াও মিলেছে পড়ুয়াদের তরফে। লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্টের গুরমানি সেন্টারের ডিরেক্টর ডঃ আলি উসমান কাসমি জানিয়েছেন, পাকিস্তান সংস্কৃত ভাষায় এবং সাহিত্যে যথেষ্ট উন্নত। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তরফে তিন মাস ধরে উইকেন্ডে সংস্কৃতর উপর কোর্স করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে ইতিবাচক সাড়াও মিলেছে পড়ুয়াদের তরফে। এখানেই শেষ নয়, আগামী দিনে গীতা এবং মহাভারতও পড়ানোর উদ্যোগ নিতে চলেছে এই পাক বিশ্ববিদ্যালয়।
