আইন ভেঙে জায়গা দখল করে আছে-এই অভিযোগে ভাঙা হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সিঁড়ি৷ তার পর যা ঘটল তাতে নেটিজেনদের চক্ষু চড়কগাছ! ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই শাখার কর্মীরা প্রথমে একটি ট্রাকে উঠছেন৷ সেখানে রাখা আছে মই৷ সেই মই বেয়ে তাঁরা পা রাখছেন ন্যাড়া বারান্দায়৷ সেটা পেরিয়ে তবে ঢুকতে পারছেন ব্যাঙ্কে৷ একই দশা গ্রাহকদেরও৷ তাঁদের ভোগান্তি দেখে হতবাক সকলে৷ এই ঘটনা ওড়িশার ভদ্রকের চরম্পা বাজারে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখার অফিসে৷ ওড়িশা টিভির এক প্রতিবেদন অনুসারে, চরম্পা বাজার থেকে ভদ্রক রেলওয়ে স্টেশন পর্যন্ত অবৈধ নির্মাণ উচ্ছেদের অভিযানের অংশ হিসেবে এই ভাঙার কাজ চালানো হয়েছে। অভিযান চলাকালীন বেশ কয়েকটি দোকান, বাড়ি এবং অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ যে ভবনটি দখলকৃত জমির উপর নির্মিত বলে জানতে পেরেছে, তার সামনের অংশ এবং সিঁড়িও ভেঙে ফেলা হয়েছে। সিঁড়ি ভাঙার ফলে ভবনটিতে প্রবেশের কোনও উপযুক্ত বিকল্প ব্যবস্থা ছিল না। অগত্যা অগতির গতি ট্রাকের উপর মই৷ সূত্র অনুযায়ী, এই অভিযানের আগে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং ভবনের মালিককে একাধিকবার নোটিস জারি করা হয়েছিল৷ কিন্তু সমস্যা সমাধানের জন্য কোনও সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এর পর সাব-কালেক্টর, তহসিলদার এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তাদের তত্ত্বাবধানে ভাঙন চালানো হয়। কর্তৃপক্ষ লাউডস্পিকারে দখলবিরোধী অভিযান সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য বেশ কয়েকটি ঘোষণা করেছিল বলে জানা গিয়েছে। তাঁদের এলাকা খালি করার জন্য দুই দিন সময়ও দেওয়া হয়েছিল।
