ঘটনাটা বেশি দূরের নয়, মুর্শিদাবাদ জেলার। এভাবে SIR এও দাম্পত্য কলহের প্রভাব পড়বে তা কেউ কল্পনা করে নি।
এমনই অবাক করা ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকার পিল্কি গ্রামে। ঝগড়াঝাঁটির জেরে স্বামীকে ছেড়ে দেড় বছর আগে বাপের বাড়ি চলে যাওয়া স্ত্রীকে শিক্ষা দিতে ভোটার তালিকায় তাঁকে ‘মৃত’ বলে উল্লেখ করলেন বিএলও! এতে অবাক স্ত্রী প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানিয়েছেন। তদন্ত শুরু হয়েছে বলে জানান সাগরদিঘির বিডিও। ভোটার তালিকা সংশোধনের মতো এত গুরুত্বপূর্ণ কাজে এভাবে ব্যক্তিগত জীবনের প্রতিশোধ নেওয়া হল! বিষয়টি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে এলাকায়।
সাগরদিঘি থানার বালিয়া গ্রামপঞ্চায়েতের পিল্কি গ্রামের বাসিন্দা প্রভাকর মণ্ডল, তাঁর স্ত্রী টুম্পা দাস মণ্ডল। দেড় বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য অশান্তির জেরে টুম্পাদেবী ৫ বছরের মেয়েকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন। অশান্তি মেটাতে থানা, পুলিশ, আদালতের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। পার্শ্বশিক্ষক স্বামীর কাছে ফেরেননি টুম্পাদেবী। এবার বিএলও-র দায়িত্ব পেয়ে তারই প্রতিশোধ নিতে এসআইআরে ভোটার তালিকায় স্ত্রীর নামের পাশে ‘মৃত’ লিখে নাম বাদ দেওয়া হয়েছে বলে স্বামী প্রভাকরের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্ত্রী।
