www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 3, 2026 3:07 am

বিশিষ্ট সমাজসেবী দীব্যেন্দু হালদার বলেন, এটি আমাদের চতুর্থ শিবির। আমাদের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে মোট ৬৫০ জন দরিদ্র ও দুস্থ মানুষ উপকৃত হয়েছেন। গোপালপুর ইডেন ফাউন্ডেশনে এখনও পর্যন্ত ২১ জনের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সারাদিন ধরে তাদের নিরলস প্রচেষ্টা চালিয়েছে। তারজন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

গোপালপুর ইডেন ফাউন্ডেশনের উদ্যোগে সদ্য অনুষ্ঠিত হল বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রবিবার হুগলির পোলবার রামনাথপুরের দাঁতড়া গ্রামে এই চক্ষু ও সাধারণ চিকিৎসা শিবির আয়োজিত হয় গোপালপুর ইডেন উাউন্ডেশনের উদ্যোগে। সংগঠনের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে গ্রামবাসীদের ইসিজি, রক্তচাপ, ব্লাড সুগার পরীক্ষা করা হয়। এই প্রচেষ্ঠায় মোট ৮৬ জন চক্ষু রোগী এবং ৪৫ জন সাধারণ রোগী উপকৃত হয়েছেন। সকল রোগীর জন্য বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

বিশিষ্ট সমাজসেবী দীব্যেন্দু হালদার বলেন, এটি আমাদের চতুর্থ শিবির। আমাদের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে মোট ৬৫০ জন দরিদ্র ও দুস্থ মানুষ উপকৃত হয়েছেন। গোপালপুর ইডেন ফাউন্ডেশনে এখনও পর্যন্ত ২১ জনের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য সংগঠনের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সারাদিন ধরে তাদের নিরলস প্রচেষ্টা চালিয়েছে। তারজন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সংগঠনের তরফে লক্ষ্মী নারায়ণ হালদার, প্রদীপ চক্রবর্তী, রঘু, বলাই এবং আরও অনেক মানুষ সরাসরি পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই উদ্যোগে কল্যানী নদিয়ার গয়েশপুরের শ্রী সারদা আশ্রম নিরলস সহায়তা করেছে। সংগঠনের তরফে সারদা আশ্রমের মাতাজির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংগঠনের অন্যতম কর্তা বলেন, আমাদের এমন একজন ব্যক্তিকে ভুলে যাওয়া উচিত নয়, যিনি আমাদের সকল প্রকল্প সফল করার জন্য তার প্রচেষ্টা, নিষ্ঠা, সততা এবং আবেগ নিবেদিত করেছেন। তিনি হলেন দীব্যেন্দু হালদার। তাঁর উচ্চ বেতনের বড় অংশ দিয়ে এইভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সব ত্যাগ করে, কোনও পুরষ্কার বা স্বীকৃতি ছাড়াই দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার একমাত্র লক্ষ্য তাঁর। তাই তিনি মহত কাজের জন্য জন্মস্থানে এসেছিলেন। দিবেন্দু বলেন, আমাদের লক্ষ্য দ্রুত পোলবা দাদপুর ব্লকে একটি গ্রামীণ এবং সংলগ্ন এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা স্থাপন করা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *