একটা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বর্ধমানে শুরু হয়েছে দুঃস্থদের জন্য বিনা পয়সায় শপিং মল। পরিবর্তন হতে শুরু করেছে আবহাওয়ার।ভোর আর সন্ধ্যাবেলার কুয়াশা, মৃদু শীতল হাওয়া অনুভূতি জানান দিচ্ছে শীত আসতে শুরু করেছে। শীতকাল মানেই গরম পোশাক আর ভোরের কুয়াশা, গরম চা বা কফির সাথে আমেজ অনুভব করা কিন্তু শীত সকলের জন্য সমান নয়। শীতকাল অনেকের জন্যই হয়ে ওঠে কঠিন। যাদের পর্যাপ্ত শীতের পোশাক নেই, আর বিশেষ করে যাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই, তাদের কাছে এই সময়টা আরও বেশি কষ্টের। তাই তাদের কথা চিন্তা করেই বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শুরু করা হয়েছে বিনা পয়সার শপিংমল।
একটি টোটায় করে শীতের পোশাক নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা। সেই টোটোর থেকে প্রয়োজন মত সামগ্রী নিতে পারবেন দুস্থ মানুষেরা। সারা শীতকাল জুড়ে মাঝে মাঝেই বর্ধমানের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি করা হবে বলে জানানো হয় সংস্থা পক্ষ থেকে। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, শীতে যাতে কোন প্রান্তিক মানুষ কষ্ট না পান সেই জন্যই বর্ধমান সদর প্যায়ারা নিউটেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই বিনা পয়সার শপিং মলের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব আমরা।
