www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 1, 2025 4:20 am

ভারতীয় রাজনীতিতে দুই মেরুতে অবস্থান করছেন দুই ব্যক্তিত্ব - নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় রাজনীতিতে দুই মেরুতে অবস্থান করছেন দুই ব্যক্তিত্ব – নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস্তবে তারা আছে একই পরিবারে। বীরভূমের দুবরাজপুরে নরেন্দ্র মোদি ও মমতা আগরওয়াল নামে দুই ভাইবোন। পরিচয়পত্র বলছে, ভাইয়ের নাম নরেন্দ্র কুমার মোদি। আর তাঁর দিদি হলেন মমতা আগরওয়াল। অনেকেই বলছেন, এমনও হয়! এটা নিয়েই এখন চ্যানেলে চ্যানেলে আলোচনা চলেছে।

ভোটার কার্ড সংশোধনীর কাজ করতে গিয়ে বিষয়টা সামনে আসে। দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র কুমার মোদি, বয়স ৫০। পেশায় মুদিখানা ব্যবসায়ী। নরেন্দ্রর তিন দিদির মধ্যে এক দিদির নাম মমতা আগরওয়াল মোদি। আর এই দু’জনের নাম সামনে আসতেই কার্যত চক্ষু চড়কগাছ সকলের। কৌতূহল তুঙ্গে রাজনৈতিক মহলেও। কাকতালীয়ভাবে দিদি-ভাইয়ের নামে এমন চমক তো সচরাচর দেখা যায় না। স্থানীয় বিজেপি নেতা সত্যপ্রকাশ তিওয়ারির কথায়,”বিষয়টা বেশ মজার। আমরা আমাদের ভাইয়ের মতো নরেন্দ্র মোদিকে পেয়েছি। কাকতালীয়ভাবে তাঁর এক দিদিরও সন্ধান পাওয়া গিয়েছে, যাঁর নাম মমতা। সুতরাং এক ঘরেই আমরা মমতা এবং মোদিকে পেয়েছি। খুব ছোট থেকে আমরা তাঁকে দেখছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো এই নরেন্দ্র মোদিও খুব সৎ ছেলে।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *