www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 27, 2025 12:15 am

কোনভাবেই ভারতকে যুদ্ধে হারাতে পারবে না পাকিস্তান। তাদের বোঝা উচিত যে ভারতের সঙ্গে দ্বন্দ্বে লাভ হবে না

কোনভাবেই ভারতকে যুদ্ধে হারাতে পারবে না পাকিস্তান। তাদের বোঝা উচিত যে ভারতের সঙ্গে দ্বন্দ্বে লাভ হবে না। এই মন্তব্য করলেন জন কিরিয়াকউ নামের প্রাক্তন সিআইএ আধিকারিক। ১৫ বছর তিনি ওই দায়িত্বে ছিলেন। সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকারে তিনি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। যার মধ্যে অন্যতম ভারত-পাক যুদ্ধ বিষয়ক এই দাবি। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জন কিরিয়াকউ বলেন, “ভারত ও পাকিস্তানের যুদ্ধের ফল ভালো হবে না, কারণ পাকিস্তান পরাজিতই হবে। এটাই ঘটবে। তারা হারবে। আমি পরমাণু যুদ্ধের কথা বলছি না। প্রাতিষ্ঠানিক যুদ্ধের কথাই বলছি।”

তিনি আরও বলেন, ইসলামাবাদকে কোন “সমাধান সূত্র” বের করতে হবে। কারণ “ভারতকে যুদ্ধের উসকানি দিলে তাদেরই ক্ষতি হবে।” পহেলগাঁও হামলার পরে ভারতের পালটা মার খেয়ে পাকিস্তান একাধিকবার ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত কড়া ব্যবস্থা নিলেই ইসলামাবাদ ‘পরমাণু ব্ল্যাকমেলে’র পথে হেঁটেছে। যদিও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়েছেন, সন্ত্রাসের নীতি না বদলালের ভারত বারবার উপযুক্ত শিক্ষা দেবে, অপারেশন সিঁদুর শেষ হয়নি। এই অবস্থায় প্রাক্তন সিআইএ আধিকারিক জন কিরিয়াকউ-এর বক্তব্য তাৎপর্যপূর্ণ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *