আবার মহম্মদ ইউনুসের মুখে ভারত বিরোধী কথা। কার্যত ইউনুস এখন পাকিস্তানপন্থী ইসলামিকদের হাতের পুতুলের পরিনত হয়েছেন। নিউ ইয়র্কে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এভাবেই উড়িয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। একইসঙ্গে ভারতকে তোপ দেগে তাঁর দাবি, ভারতের বিশেষত্ব এখন ‘ভুয়ো খবর’। যদিও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সে দেশের হিন্দু সমাজ তো বটেই, ইউনুসের এই দাবির সঙ্গে একমত নয় মানবাধিকার সংগঠনগুলিও। অকারণে ইউনুস ভারত ও ভারতের সংবাদমাধ্যমকে দোষারোপ করছেন।
রাষ্ট্রসংঘের কাজে এই মুহূর্তে নিউ ইয়র্ক রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে হিন্দুদের উপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ নাকচ করেন। উলটে ভারতকে দুষে ইউনুস বলেন, ‘‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়ো খবর।’’ তাঁর এসব কথা শুনে সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে আনছেন চট্টগ্রামে ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভু। এই পরিস্থিতিতে ইউনুস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ মোটেই লঘু করা যাচ্ছে না। অথচ ইউনুসের দাবি, হিন্দুদের বিরুদ্ধে কোনও হিংসা হচ্ছে না।