স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদ্বোধন করে গেছেন। থিম ‘অপারেশন সিঁদুর’। তাছাড়াও এটা সন্তোষমিত্র স্কোয়ার। পুজোটা সজল ঘোষের বলেই পরিচিত। স্বাভাবিক কারণেই ওখানে যে প্রচুর ভিড় হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অভিযোগ করলেন সজল স্বয়ং। চতুর্থীর সন্ধ্যায় বিজেপি নেতা সজল ঘোষের পোস্ট ঘিরে শোরগোল। নিজের সামাজিক মাধ্যমে সজল ঘোষ লেখেন, “পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত। জনমতই একমাত্র পথ।” বিজেপি নেতা তথা কাউন্সিলরের অভিযোগ, চক্রান্ত করে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তার পিছনে পুলিশ ও রাজনৈতিক নেতারা রয়েছেন বলেই অভিযোগ করেছেন তিনি। ফেসবুক পোস্টেও সেটাই লিখেছেন। তাঁর অভিযোগ, দর্শনার্থীরা বিরক্ত হয়ে যাতে মণ্ডপ থেকে মুখ ফিরিয়ে অন্য পথ ধরেন, তার জন্যই এই প্রয়াস। ফেসবুকে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে সজল ঘোষ বলেন, “পুরো এলাকা ব্যারিকেড করে দিয়েছে। মাঠের গেট পর্যন্ত গাড়ি চলে আসছিল। সাংবাদিকরাও ঢুকতে পারবে না। শিয়ালদহের কোনও জায়গা থেকে লোক আসতে পারছে না। যাঁরা ব্যারিকেড গলে বেরিয়ে আসছেন, তাঁরাই কেবল ঢুকতে পারছেন। ওরা বন্ধ করবে না, ওরা ফোর্স করবে, যাতে বন্ধ হয়ে যায়।” উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম এবার ‘অপারেশন সিঁদুর’। সামাজিক মাধ্যমে এই মণ্ডপের থিমের একাধিক ভিডিয়ো সামনে আসছে। সজল ঘোষ প্রথম থেকেই অভিযোগ করছিলেন, পুলিশ তাঁকে একাধিকবার নোটিসও পাঠিয়েছে।’