www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 1, 2025 9:31 pm

দক্ষিণবঙ্গের কপাল বিশেষ ভালো নয়। পুজোতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা - এমন খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের কপাল বিশেষ ভালো নয়। পুজোতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা – এমন খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে শনিবার পঞ্চমীতে বাড়বে বৃষ্টি। আগামী পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ, ৯ থেকে ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এদিকে অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে বঙ্গোপসাগরে! তার জেরে ভাসতে পারে বাংলা। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আকাশ পরিষ্কারই থাকবে। বেলা বাড়লে মেঘলা হওয়ার সম্ভাবনা। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শনিবার দিনভর মেঘলা আকাশ থাকবে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে খুশির খবর আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *