www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 23, 2025 3:34 am

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের ১২টা রাশির মধ্যে কয়েকটা রাশি রয়েছে যাদের এই পুজোয় একটু সাবধানে থাকতে হবে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের ১২টা রাশির মধ্যে কয়েকটা রাশি রয়েছে যাদের এই পুজোয় একটু সাবধানে থাকতে হবে। সেই সকল রাশিকে বুঝেশুনে এই পুজোর আনন্দে মেতে উঠতে হবে। অনেকেই আছেন যাঁরা এই পুজোর আনন্দের সঙ্গে একটু উচ্ছৃঙ্খল হয়ে পড়েন, যার ফলে জীবনে নেমে আসে সঙ্কটের ছায়া। পুজোর মধ্যে কোনও বিপদ এসে দরজায় কড়া নাড়া দিক, এটা আমরা কেউই চাই না। মহালয়ার পরে যে রাশিগুলোর সময় কিছুটা খারাপ যাবে –

  • মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের এই পুজোয় আনন্দের সঙ্গে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। পুজোয় যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খুব চিন্তাভাবনা করে তবেই সিদ্ধান্ত নিন। যে কোনও ঝামেলা-ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই ভাল হবে।
  • কর্কট: এই পুজোয় কর্কট রাশির জাতক-জাতিকাদের আনন্দের সঙ্গে সঙ্গে নিজেকে সব দিক থেকে একটু বাঁচিয়ে চলতে হবে। ঝুঁকিপূর্ণ কোনও কাজ করতে যাওয়া যাবে না। পুজোর সময় খুব বেশি উচ্ছৃঙ্খলতা থেকে দূরে থাকতে হবে।
  • ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদেরও এই পুজোয় খুব সাবধানে থাকতে হবে। পুজোয় আনন্দের সঙ্গে নিজেকে সামলে চলতে হবে। যে কাজে ঝুঁকি রয়েছে, সেই কাজের দিকে না যাওয়াই ভাল হবে।
  • কুম্ভ: এই পুজোয় কুম্ভ রাশির ব্যক্তিদের সাবধানে থাকতে হবে। কারও সঙ্গে অযথা ঝামেলায় যাবেন না। রাস্তায় গাড়ি চালানো বা গাড়িতে বসার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন প্রয়োজন।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *