www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 14, 2025 2:34 pm

আজগর সাপের এক অদ্ভুত চরিত্র। ও যা পাবে তাকেই গিলে নেয়। কিন্তু তারপরে আর সামলাতে পারে না।

আজগর সাপের এক অদ্ভুত চরিত্র। ও যা পাবে তাকেই গিলে নেয়। কিন্তু তারপরে আর সামলাতে পারে না। তেমনই এক ঘটনা ঘটেছে মালবাজারে। আস্ত ছাগল গিলে আর নড়াচড়ার ক্ষমতাও ছিল না! ঝোপের মধ্যেই কোনওরকমে পড়েছিল সে। শেষপর্যন্ত স্থানীয়দের নজরে আসে গোটা বিষয়টি। চাঞ্চল্য, আতঙ্ক ছড়ায় চা বাগান এলাকায়। পরে বনকর্মীরা বিশালাকার ওই অজগরটিকে উদ্ধার করল। ঘটনাটি জলপাইগুড়ির মালবাজার এলাকার। মালবাজার এলাকায় একাধিক চা বাগান আছে। ওই এলাকায় মাঝেমধ্যেই অজগর বেরতে দেখা যায়। বনকর্মীরা লোকালয় থেকে অজগর উদ্ধারও করেছেন অতীতে। এদিনের ঘটনাটি মালবাজারের নাগরাকাটার টোন্ডু চা বাগান এলাকার।

ওই এলাকার বাসিন্দারা সকালে চরানোর জন্য ছাগল ছেড়ে দেন। স্থানীয় এক ব্যক্তির একটি ছাগল ওই চা বাগান এলাকায় ঘুরছিল। সেসময় ওই অজগরটি ছাগলটিকে ধরে ফেলে। নিজের সঙ্গে জড়িয়ে এরপর ধীরে ধীরে আস্ত ছাগলটিকেই উদরস্ত করে সে। আস্ত ছাগলটি অজগরের পেটের মধ্যে রয়েছে। সেই বিষয়টি বাইরে থেকে ও দিব্য বোঝা যাচ্ছিল। এদিকে ছাগল দেখতে না পেয়ে ওই ব্যক্তি সেটিকে খুঁজতে বেরোন। চা বাগানের মধ্যে গিয়ে চক্ষুচড়কগাছ হয় তাঁর। ভয়ে, আতঙ্কে অন্যান্যদের ডেকে নিয়ে আসেন তিনি। চা বাগানের দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে যায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *