www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 13, 2025 8:08 pm

দঃ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে অবস্থিত লস্করপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

দঃ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে অবস্থিত লস্করপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে সাধারণ মানের পড়াশোনা আর পরিকাঠামোর সীমাবদ্ধতার মধ্যেই চলছিল এই প্রতিষ্ঠান। কিন্তু এবার এই স্কুল পেয়েছে নতুন রূপ। বিদ্যালয়ের ভোল বদলের উদ্যোগ নিলেন পৌরপিতা। তাঁর উদ্যোগে এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা হয়েছে আধুনিক অবকাঠামোয় সজ্জিত একটি স্কুলে।

এখন স্কুলে রয়েছে নতুন শেড, সিসিটিভি ক্যামেরা, সংস্কার করা ভবন এবং সর্বাধুনিক স্মার্ট ক্লাসরুম।এতেই শেষ নয় ছাত্রছাত্রীদের উপস্থিতি ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বসানো হয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। এর ফলে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে সুনিশ্চিত হবে, তেমনি ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকলেই সেই তথ্য সঙ্গে সঙ্গে চলে যাবে অভিভাবকের মোবাইল অ্যাপে। ফলে বিদ্যালয়ের সঙ্গে পরিবারের যোগসূত্র আরও দৃঢ় হবে, আর শিক্ষা ব্যবস্থা হবে আরও স্বচ্ছ ও আধুনিক। এই আধুনিক ব্যবস্থার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ফিরদৌসী বেগম, জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখার্জি, স্থানীয় বিশিষ্টজন এবং অভিভাবকেরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *