পশ্চিমবঙ্গের বাঙালিদের মতো বাংলাদেশের হিন্দুদেরও সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর সময় নিরাপত্তার দিকে নজর বিশেষ ব্যবস্থা করছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী । তিনি জানান, এবার পুজোমণ্ডপের নিরাপত্তায় সার্বিকভাবে সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। বিশেষ করে, সীমান্ত এলাকার মণ্ডপগুলোর মূল নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করবে। সেইসঙ্গে, পূজামণ্ডপের আশেপাশে কোনও অবৈধ মেলা, গাঁজার আড্ডা বা মদের আড্ডা বসতে দেওয়া হবে না। মহম্মদ ইউনুস জানান -‘ যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, “বাংলাদেশে এবার ৩১ হাজারের বেশি দুর্গাপুজো হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, আসন্ন শারদোৎসবে মণ্ডপের নিরাপত্তায় একটি অ্যাপ তৈরি করা হয়েছে। জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পুজো উদযাপিত হবে। যারা দুষ্কৃতী, তারা সর্বত্র বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। তবে তেমনটা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তায় বিশেষ অ্যাপের ব্যবস্থা থাকবে, তা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,’এই পদ্ধতিতে কোনও ঘটনা থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে। সঙ্গে প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাবে। পুজোমণ্ডপ ঘিরে যে মেলা হয়, সেখানে মাদকের আড্ডা কোনওভাবেই করা যাবে না। এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারা দেশে ৩১ হাজার ৫৭৬টি পুজোমণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে।